E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে দুই লাখ গলদা চিংড়ি অবমুক্ত, চার জনের অর্থদণ্ড

২০১৫ এপ্রিল ২৮ ১৬:৫৪:১৩
লক্ষ্মীপুরে দুই লাখ গলদা চিংড়ি অবমুক্ত, চার জনের অর্থদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের ২ লাখ গলদা চিংড়ির পোনাসহ চার জনকে আটক করেছে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে শহরের রহমতখালী খালে সে গুলো অবমুক্ত করা হয় এবং আটক চার জনের অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার গভীর রাতে জেলার সদর উপজেলা মজুচৌধুরীর হাট আঞ্চলিক সড়কের শাকচর ইউনিয়নের কাদিরা গোজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য প্রশাসন এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি পিকআপভর্তি দুই লাখ গলদা চিংড়ি সহ চার জনকে আটক করে। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের প্রত্যেকের ৫হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদন্ড রায় প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান। পরে জব্দকৃত চিংড়ি পোনা রতমতখালী খালে অবমুক্ত করা হয়।

তিনি জানান, লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে চিংড়ির পোনাগুলো আহরণ করা হয়েছে। নদীতে সকল প্রকার পোনা ধরা নিষিদ্ধ।

(এমআরএস/এএস/এপ্রিল ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test