E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দেয়ালে ফাটল, আতংকে গাছতলায় পরীক্ষা

২০১৫ এপ্রিল ২৮ ১৭:৫২:০৮
দেয়ালে ফাটল, আতংকে গাছতলায় পরীক্ষা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত কয়েক দিনে ভূমিকম্পে বিশুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের ব্যবহৃত মূল ভবনে বিশাল ফাটল দেখা দিয়েছে। দেয়াল ধসে পড়ার আতংকে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষের ভিতরে পরীক্ষা দিতে সাহস পাচ্ছে না। বাধ্য হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ মাঠে গাছতলায় তাদের প্রথম সাময়িক পরীক্ষা নিচ্ছে।

জানা গেছে, শনিবারের ভূমিকম্পে গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিলকক্ষ পাঠদান কাজে ব্যবহৃত ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। রোববার ও সোমবারের ভূমিকম্পে সেই ফাটল আরো ব্যাপক আকার ধারণ করে। এতে করে বিদ্যালয়ের প্রায় সাড়ে তিনশত শিক্ষার্থী ফাটল ধরা ভবনে পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়ে খোলা আকাশের নিচে গাছতলায় তাদের পরীক্ষা নিতে বাধ্য হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী জানান, ভবনটি অনেক দিনের পুরানো। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনের অনেক জায়গায় টানা তিন দিনের ভুমিকম্পে ফাটল দেখা দিয়ে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়াল ভেঙ্গে পড়বে এই ভয়ে ভবনে চলতি প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহন করতে চাচ্ছে না। বাধ্য হয়েই খোলা আকাশের নিচে গাছতলায় তাদের পরীক্ষা নিতে হচ্ছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবু তারেক মো. রওনক আকতার জানান, বিশুবাড়ী সরকারি প্রাথকি বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি উল্লেখ করে ইতিমধ্যেই অধিদপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে। আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। গাইবান্ধা জেলা প্রশাসক কেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

(এসআরডি/এএস/এপ্রিল ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test