E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের বাঘের সাথে যুদ্ধ করে প্রাণ বাঁচাল মৌয়াল হাসেমের

২০১৫ এপ্রিল ২৯ ১২:৪৭:৫৮
সুন্দরবনের বাঘের সাথে যুদ্ধ করে প্রাণ বাঁচাল মৌয়াল হাসেমের

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে বাঘের সাথে যুদ্ধ করে প্রাণে রক্ষা পেলেন আবুল হাসেম মোল্লা (৫৫) নামের এক মৌয়াল। রয়েল বেঙ্গল টাইগারের সাথে অসম যুদ্ধে গুরুতর আহত অবস্থায় তাকে বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমুনি ষ্টেশনের শেলা এলাকায় মঙ্গলবার বিকালে এঘটনা ঘটে। ভাগ্যক্রমে বেচেঁ যাওয়া ওই মৌয়াল বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর সাউথখালী গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে। মৌয়াল দলটির নেতা আব্দুল কুদ্দুস মোল্লা ও পূর্ব সুন্দরবন বিভাগ এখবর নিশ্চত করেছে। 

পূর্ব সুন্দরবন বিভাগ ও মৌয়াল দলনেতা আব্দুল কুদ্দুস মোল্লা জানান, তারা ৮জন মৌয়াল মিলে নৌকা যোগে পূর্ব সুন্দরবনের বগী ষ্টেশন থেকে দুই মাসের অনুমতি নিয়ে গত ১০ এপ্রিল সুন্দরবনে মধু আহরন করতে যায়। মঙ্গলবার বিকালে সুন্দরবনের শেলা এলাকায় মধু আহরণ কালে হঠাৎ বাঘের আক্রমনে শিকার হয় মৌয়াল আবুল হাসেম মোল্লা। এসময় আবুল হাসেম প্রায় ১০ মিনিট ধরে একাই প্রান বাচাঁতে বাঘের সাথে লড়াই করতে থাকেন। এক পর্যায়ে তার ডাক চিৎকারে সাথের অন্য মৌয়ালরা ছুটে এসে বাঘটিকে তাড়া করলে গহীণ অরণ্যে পালিয়ে যায়। পরে গুরতর আহত অবস্থায় ওই মৌয়ালকে উদ্ধার করে কোষ্টগাডের্র কোকিলমুনি ষ্টেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিৎকসা শেষে বুধবার দুপুরে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
(একে/পিবি/ এপ্রিল ২৯,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test