E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলডাঙ্গায় শিক্ষকদের অনলাইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

২০১৫ এপ্রিল ২৯ ১৮:০০:৩৪
নলডাঙ্গায় শিক্ষকদের অনলাইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় মাল্টিমিডিয়া ক্লাশরুমের অনলাইন ড্যাশ বোর্ড নিবন্ধন ও ব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার দিনব্যাপী স্কুল ও কলেজের শিক্ষকদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নলডাঙ্গা উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিউর রহমান। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের অ্যাসিসটেন্ট প্রোগ্রামার নুরুজ্জামান দেওয়ান, নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলীসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন । মাল্টিমিডিয়া ক্লাশরুমের অনলাইন ড্যাশ বোর্ড নিবন্ধন ও ব্যবহার সংক্রান্ত বিষয় একদিনের প্রশিক্ষণ কর্মশালায় ১০০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

(এমআর/এএস/এপ্রিল ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test