E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে কুকুরের কামড়ে ১৬ জন আহত

২০১৫ এপ্রিল ৩০ ১৬:৪৮:২৮
কালকিনিতে কুকুরের কামড়ে ১৬ জন আহত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে বুধ ও বৃহস্পতিবার  দুইদিনে ১৬ শিশু-কিশোর কুকুরের কামড়ে আহত হয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়েছে আহতদের পরিবার।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকা, শিকারমঙ্গল ও এনায়েতনগর এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ইমরান (৫), সাদিয়া (৬), রিক্তা (৪), আয়েশা (৪), রিনা মন্ডল (১৮), শিপু (১১), শামীম (১১), ইয়াসিন (১২), রাব্বি (১১), সাথী ১৪, নাসরিন (৭)সহ ১৬জনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
সম্প্রতি কালকিনি উপজেলার সর্বত্র বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্কুলগামী শিশুসহ সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ বেওয়ারিশ কুকুর নিধনে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এছাড়া হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় অধিক মুল্য দিয়ে বাইরের ঔষধের দোকান থেকে ভ্যাকসিন কিনতে বাধ্য হচ্ছে। এতে করে আহতদের পরিবারকে বিপাকে পড়তে হচ্ছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েতউদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই। আমরা ঔষধ সরবরাহের ব্যবস্থা করব এবং বেওয়ারিশ কুকুর নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।
(এএ/পিবি/ এপ্রিল ৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test