E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে ৭ জেলে অপহৃত

২০১৫ এপ্রিল ৩০ ১৯:০২:৪৫
সুন্দরবনে ৭ জেলে অপহৃত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে বনদস্যুরা ৭ জেলেকে অপহরণ করেছে।

বৃহস্পতিবার সকালে হাড়বাড়িয়া ক্যাম্প সংলগ্ন পাঙ্গাসিয়া-আগাখাল এলাকায় থেকে এই ৭ জেলেকে অপহরণ করে বনদস্যু মেজো বাহিনী। এদিকে মুক্তিপণের টাকা দিয়ে জিম্মি জেলেদের ছাড়িয়ে নেয়ার জন্য অপহৃতদের পরিবারকে হুমকি দিয়েছে ওই বনদস্যু বাহিনী। ফিরে আসা জেলে-মহাজন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সুন্দরবন থেকে ফিরে জেলে জানায়, বৃহস্পতিবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া ক্যাম্প সংলগ্ন পাঙ্গাসিয়া-আগাখাল এলাকায় পাটা জাল পেতে মাছ ধরছিল জেলেরা। এসময় ওই এলাকায় জেলে বহরে হামলা চালায় বনদস্যু মেজো বাহিনী। সশস্ত্র বনদস্যুরা জেলেদের মারধর করে বেশ কয়েক মন মাছসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এসময়ে জনপ্রতি ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিকে বিভিন্ন নৌকা থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যুরা। ঘটনাস্থল থেকে ফিরে আসা অন্য জেলেরা জানায়, বনদস্যুদের দাবিকৃত টাকা দিয়ে তিনদিনের মধ্যে অপহৃত জেলেদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য তাদেরকে বলা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা গাজী মতিয়ার রহমান জানান, সকালে ৭ জেলেকে মুক্তিপনের দাবীতে বনদস্যুরা আপহরনের খবর নিশ্চিত হয়ে দুপুরে সুন্দরবন বিভাগের হাড়বাড়িয়া ক্যাম্পের ওসি মো: আলাউদ্দিনের নেতৃত্বে বনরক্ষীরা ওই এলাকায় অভিযান শুরু করেছে। অপহৃত জেলেদের বাড়ী মংলার সোনাইলতলা ও ভান্ডারিয়া এলাকায়।

(একে/এএস/এপ্রিল ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test