E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

’সুশিক্ষা গ্রহন করে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে’

২০১৫ মে ০১ ১৯:১৬:৩৫
’সুশিক্ষা গ্রহন করে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে’

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ-৩আসনের সংসদ সদস্য আলহাজ¦ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন বলেছেন, সুশিক্ষা গ্রহন করে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। যে এলাকায় শিক্ষার হার যত বেশী সেই এলাকা তত বেশী উন্নত।

সঠিক শিক্ষা গ্রহনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যারা শিক্ষা নিয়ে রাজনীতি করে তাদের প্রতিহত করা উচিত। শিক্ষা পরিবেশ নষ্ট করে এমন কোন রাজনৈতিক কমসুচী দেওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন ৫জানুয়ারী আপনারা আন্দোলনের নামে ভোট প্রতিহত করতে গিয়ে সারা দেশে ৫শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আপনাদের কি লাভ হয়েছে বলতে পারেন। ক্ষতি হয়েছে দেশের সম্পদের। আর আমাদের কমলমতি ছাত্রছাত্রীরা আপনাদের রোষানলে পরে খোলা আকাশের নীচে ক্লাস করতে হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে যারা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে শিক্ষার পরিবেশ নষ্ট করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। জাতি তাদের ক্ষমা করবে না। ঢাকা ও চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপি জামায়াত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পরেছে। আবার যদি আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্ঠি করা হয় তাহলে এর জন্য বিএনপি জামায়াত আবারও ২০১৯সালে জাতীয় নির্বাচনে তার খেসারত দিতে হবে। শান্তিপুর্ন আন্দোলনে সরকার কখনও বাধা দেবে না। তিনি জ¦ালা পোড়াও রাজনীতি থেকে বিএনপিকে সরে আসার আহব্বান জানান। শুক্রবার তাড়াশের জাহাঙ্গীরগাতি বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংর্ধ্বনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মীর আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক আব্দুল হামিদ. ডাঃ আকবর আলী প্রমুখ।

অপরদিকে তালম ইউনিয়নের উপর সিলট গ্রামবাসির পক্ষ থেকে গণসংর্ধ্বনা,গুনীজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ড.এস এম আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংর্ধ্বনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন এমপি। উপর সিলট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংর্ধ্বনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ বিশ^বিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মিসেস ডেইজি মিলন, ঢাকা সলিমুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, তালম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলম সরকার, বর্তমান চেয়ারম্যান আব্বাস আলী, প্রবীন আওয়ামীলীগ নেতা নওজেস আলী মোল্লা, পিয়া খন্দকার, আব্দুল হামিদ, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক প্রমুখ। সভায় রতœাগর্ভা হিসেবে জমিনা বেগমকে সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া সমাজসেবায়, শিক্ষককতায় বিশেষ অবদান রাখায় তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।


(এমএমএইচ/এসসি/মে০১,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test