E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জকিগঞ্জে শ্রমিক দিবসে বক্তারা :শ্রমিকরা দেশের জাতীয় সম্পদ

২০১৫ মে ০১ ২০:৫০:২৩
জকিগঞ্জে শ্রমিক দিবসে বক্তারা :শ্রমিকরা দেশের জাতীয় সম্পদ

জকিগঞ্জ প্রতিনিধি:আন্তর্জাতিক শ্রমিক দিবসে জকিগঞ্জে পৃথক পৃথক সভায় বক্তারা বলেছেন, শ্রমিকরা শ্রমের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছে। শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। শ্রমিকদের সহযোগিতায় সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। শ্রমিকদের কে সঠিকভাবে মূল্যায়ন করা হলে দেশকে আরো এগিয়ে নেয়া সম্ভব। শ্রমিকরা দেশের জাতীয় সম্পদ।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার জকিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্দ্যেগে বেলা ৩ টায় বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলোয় গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিকলীগ সভাপতি কাউন্সিলর কামরুজ্জামান কমরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম মুন্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেল, আওয়ামীলীগ নেতা মখলিছুর রহমান, উপজেলা শ্রমিকলীগ নির্বাহী সভাপতি সজল বর্ম্মন, শ্রমিকলীগ সহ সভাপতি গিয়াস কামাল, আশুক আহমদ, মানিক মিয়া, আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন, বদরুল হক, আব্দুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, পৌর শ্রমিকলীগ সভাপতি ফখর উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মুসলেহ আহমদ, অর্থ সম্পাদক জিতু মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মছনুর আহমদ, পৌর সাংগঠনিক সম্পাদক নাজির আহমদ, উপজেলা শ্রমিকলীগ সদস্য ফরন মিয়া, সমছুল হক, কবির আহমদ, ইউপি সভাপতি কুদরত আলী, সাধারণ সম্পাদক সামছুল হক, বিরশ্রী ইউপি সভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক কবির আহমদ, জকিগঞ্জ ইউপি সাধারণ সম্পাদক শাহিন আহমদ প্রমূখ। এদিকে সিএনজি শ্রমিক ও জকিগঞ্জ শ্রমিক কল্যাণ সমিতি পৃথক পৃথক কর্মসূচিতে পালন করেছে।

সিএনজি শ্রমিকঃ সকাল সাড়ে ১১টায় জকিগঞ্জ সিএনজি শ্রমিক সমিতি পৌর শহরে সিএনজি গাড়ী নিয়ে র‌্যালি প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। জকিগঞ্জ সিএনজি শ্রমিক সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুরহান উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ময়নুল হক রাজু, উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, শ্রমিক সমিতির সদস্য আব্দুল হামিদ, শাহিন আহমদ, শ্রমিক নেতা জাকির আহমদ, আব্দুল আহাদ, বরইরতল শ্রমিক সমিতির জাকির আহমদ, ফজল আহমদ, ঈদগাহ বাজার শ্রমিক সমিতির আব্দুল মজিদ প্রমূখ। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুল করিম, জয়নুল আহমদ, জামিল আহমদ প্রমূখ।
জকিগঞ্জ শ্রমিক কল্যাণ সমিতিঃ বেলা দুই টায় জকিগঞ্জ শ্রমিক কল্যাণ সমিতি পৌর শহরের বিভিন্ন সড়কে র‌্যালি প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল জব্বারসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসকেপি/এসসি/ মে০১,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test