E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাট কালবৈশাখি ঝড়ে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড, আহত-৩

২০১৫ মে ০১ ২১:০৯:৪৩
বাগেরহাট কালবৈশাখি ঝড়ে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড, আহত-৩

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখি ঝড়ে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে। এসময় অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের আনোরডাঙ্গা বাজারে কালবৈশাখি ঝড়ে এসব ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ঝড়ে ওই বাজারের ব্যবসায়ীদের কি পরিমান আর্থিক ক্ষতি হয়েছে তা প্রশাসন নিশ্চিত করতে পারেনি। শনিবার সকালে জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তালিকা করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসল মো. জাহাংগীর আলম ।

বেমরতা ইউনিয়নের সংরক্ষিত নারী কাউন্সিলর (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) সাজেদা বেগম শুনু সন্ধ্যায় এই প্রতিবেদককে বলেন, শুক্রবার সন্ধ্যায় মূষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে প্রচন্ড ঝড়ো বাতাস শুরু হলে আনোরডাঙ্গা বাজারের ২৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায়। কালবৈশাখি ঝড় এক থেকে দেড় মিনিট স্থায়ী ছিল। ঝড়ে ওই ব্যবসায়ীদের অন্তত সাতটি দোকান পাশের খালে পড়ে রয়েছে। ঝড়ে টিনের চাল ও কাঠের বেড়া উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ে বাজারের ব্যবসায়ীদের দোকানের চাল, ডাল, আটা, ময়দা ভিজে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষয়ক্ষতির কথা প্রশাসনকে জানানো হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম সন্ধ্যায় এই প্রতিবেদককে বলেন, কালবৈশাখি ঝড়ে আনোরডাঙ্গা বাজারের ১৮ থেকে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান লন্ডভন্ড হয়ে গেছে। এসময় অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার সকালে প্রশাসনের একটি দল সেখানে পরিদর্শনে যাবে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে সাহায্য দেয়া হবে।

(একে/এসসি/ মে০১,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test