E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাগুরায় কিশোর-কিশোরিদের মানুষিক বিকাশে কাজ করছে ব্র্যাকের কিশোরি উন্নয়ন ক্লাব

২০১৫ মে ০২ ১১:১৩:১১
মাগুরায় কিশোর-কিশোরিদের মানুষিক বিকাশে কাজ করছে ব্র্যাকের কিশোরি উন্নয়ন ক্লাব

মাগুরা প্রতিনিধি : কিশোর- কিশোরিদের আত্মনির্ভশীল ,মানষিক বিকাশ ও সৃজনশীল বৃত্তি তৈরি করতে কাজ করে যাচ্ছে ব্র্যাকের কিশোর কিশোরি উন্নয়ন ক্লাব। এই ক্লাবে ১২ থেকে ১৮ বছরের কিশোর কিশোরি, গৃহিনী,ও গৃহবধুরাও সদস্য হয়ে সমাজের নানা সচেতন মুলক কার্যক্রম সম্পকে জানতে পারছেন। ব্র্যাক শিক্ষা প্রোগামের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মাগুরা পারনান্দুয়ালি গ্রামের মিস্ত্রি পাড়া এলাকায় কিশোর কিশোরি উন্নয়ন ক্লাবের এ প্রোগামের পিও পারভিন আক্তার জানান , এ ক্লাবে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার কিশোর কিশোরিদের নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতা মুলক কার্যক্রম সম্পকে ধারনা দেওয়া হয়।

বিশেষ করে বাল্যবিবাহ , নারীনির্যাতন , যৌতুক, এসিড নিক্ষেপ , কিশোর কিশোরিদের বয়: সন্ধি কাল ও কিশোর দের মাদকের কুফল সম্পকে ধারনা দেওয়া হয়। পাশাপাশি এই ক্লাবে কিশোর কিশোরিদের জন্য নানাধরনের বিনোদনের ব্যাবস্থা রয়েছে। এই ক্লাবের এক সদস্য নিপা মজুমদার জানান , আমি মাধ্যমিক স্কুলে পড়াশোনা করি। পাশাপাশি প্রতি সপ্তাহের এর বুধ ও বৃহস্পতিবার এখানে নিয়মিত আসি । আমি এখান থেকে বাল্যবিবাহ কি?

নারীনির্যাতন , যৌতুক, এসিড নিক্ষেপ , কিশোর কিশোরিদের বয়:সন্ধি কাল সর্ম্পকে ধারনা পেয়েছি । আমাদের আপা এবিষয়ে আমাদের কে ভাল ভাবে জানিয়েছেন। তাছাড়া এ ক্লাব থেকে আমাদের কে বিভিন্ন ধরনের জ্ঞানের ও বিজ্ঞানের বই দেওয়া হয় । আমরা এ বই পড়ে অনেক কিছু জানতে পারি। এসব ছাড়াও আমরা এখানে সঞ্চয় করি । এ সঞ্চয় থেকে আমরা অনেক কিছু করতে পারি । এক্লাবে এক সদস্য গৃহিনী জাহিদা খাতুন জানান , আমি প্রতি সপ্তাহে দুই দিন নিয়মিত আসি । আমি এখান থেকে অনেক কিছু শিখেছি । বিশেষ করে কিশোর কিশোরিদের বয়: সন্ধি কাল সম্পকে ভালোভাবে জেনেছি। আর এই ধারনা থেকে আমি আমার মেয়েকে এই বয়: সন্ধি কাল সম্পকে বোঝাতে পারছি। এছাড়া গর্ভবতি মেয়েদের বিভিন্ন সমস্যা সম্পকেও আমি নিজেও ধারনা পেয়েছি। এই ক্লাবের অন্য দুই গৃহবধু মাধুরী রানী ও সুমিতা সরকার জানান , এই ক্লাব থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। বিশেষ করে বাল্যবিবাহ , নারীনির্যাতন , যৌতুক, এসিড নিক্ষেপ সম্পকে আমরা বাস্তব ধারনা পেয়েছি। আর এই ধারনা গুলো আমরা আমাদের ছেলে মেয়ে দের ভালোভাবে শেখাতে পারছি। মাগুরা জেলা ব্রাকের প্রতিনিধি রোকেয়া বেগম জানান , কিশোর কিশোরিদের আত্মনির্ভশীল ,মানুসিক বিকাশ ও সৃজনশীল বৃত্তিতে তৈরি করতে ব্রাক এ কিশোর ক্লাব গঠন করেছে। এ ক্লাব কিশোর কিশোরিদের সমাজের নানা ধরনের সংগতি সম্পকে ধারনা দেওয়া হয়। পাশাপাশি কিশোর কিশোরিদের বিনোদন, শিক্ষামুলক ও বিভিন্ন ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা করে থাকে। এ ক্লাব থেকে আজ অনেক কিশোর কিশোরি সবজি চাষ , বিউটি ফিকেশন , কম্পিউটার ও হাস মুরগি প্রশিক্ষন নিয়ে সাম্ভলম্বী হয়েছে। এছাড়া এক্লাবে গর্ভবতি মায়েদের সেবা ও শিশু কিশোর পাচার সম্পকেও ধারনা দেওয়া হয়। অনেক কিশোর কিশোরি এ ক্লাব থেকে খেলাধোলার প্রশিক্ষ গ্রহন করে দেশের কল্যানে কাজ করছে।


(ডিসি/এসসি/মে০২,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test