E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় অর্ধশতাধিক শালিক পাখি অবমুক্ত

২০১৫ মে ০২ ১৭:১০:১৮
সিংড়ায় অর্ধশতাধিক শালিক পাখি অবমুক্ত

নাটোর প্রতিনিধি : শনিবার নাটোরের সিংড়ায় অর্ধশতাধিক গাং শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়। সিংড়া উপজেলার চাঁদাপুর এলাকা থেকে এসব গাং শালিক উদ্ধার করা হয়।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা অভিযান চালিয়ে এসব মালিক পাখি সহ মাহাবুর রহমান নামে এক পাখি শিকারীকে আটক করে। এসময় উদ্ধারকৃত পাখিগুলি স্থানীয়দের উপস্থিতিতে অবমুক্ত করা হয়। দোষ স্বীকার করে আর কখনও পাখি শিকার করবেনা মর্মে অঙ্গিকার করায় পাখি শিকারী মাহবুবুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। এসময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোহসিন আলম, ডাক্তার মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উত্তরবঙ্গের ৪৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) চলনবিলের পাখিসহ জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

(এমআর/অ/মে ০২, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test