E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নূর হোসেনের ভয়ে কেউ সাক্ষ্য দেয় না : নজরুলের শ্বশুর

২০১৪ মে ১৫ ১১:৩৬:৫৮
নূর হোসেনের ভয়ে কেউ সাক্ষ্য দেয় না : নজরুলের শ্বশুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে অপহরণের পর খুন হওয়া প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, সাত খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন নূর হোসেনের ভয়ে এখানে কেউ সাক্ষ্য দিতে আসে না। গণশুনানি যেন সিদ্ধিরগঞ্জে করা হয়।

বৃহস্পতিবার সকালে সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে শহীদুল ইসলাম এ অভিযোগ করেন। পরে তিনি তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলতে ভেতরে যান।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সাতজনকে হত্যার ঘটনায় দ্বিতীয় দফায় গণশুনানিতে সাক্ষ্য দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল ১০টার দিকে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি সার্কিট হাউসে গণশুনানির কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ সাক্ষ্য দিতে যাননি।
এর আগে ১২ মে অুনষ্ঠিত গণশুনানিতে সাতজন সাক্ষ্য দেন। এই তদন্ত কমিটি ৯ মে নিহত ব্যক্তিদের স্বজনদের সাক্ষ্য নিয়েছে। সেদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ নিহত সাতজনের পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন। ৮ মে দুপুরে তদন্ত কমিটি নারায়ণগঞ্জে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৫ মের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।

কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই উপসচিব মো. আবদুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মো. মহিউদ্দিন, আইন মন্ত্রণালয়ের দুই উপসচিব মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই উপসচিব শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

কমিটির কার্যপরিধি

কমিটি গণতদন্তের মাধ্যমে সাতজন অপহরণ ও হত্যার সঙ্গে প্রশাসনের কোনো সদস্য বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদ্ঘাটন করবে। এ ছাড়া অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপহূত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ছিল কি না, তা নির্ণয় করবে। কমিটি সাত দিনের মধ্যে তদন্তকাজের অগ্রগতি সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্ট বিভাগে প্রতিবেদন দাখিল করবে।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে লিংক রোড ধরে ঢাকায় যাওয়ার পথে অপহূত হন সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তাঁর চার সহযোগী। প্রায় একই সময় একই সড়ক থেকে গাড়িচালকসহ অপহূত হন আইনজীবী চন্দন সরকার। তিন দিন পর গত ৩০ এপ্রিল একে একে ছয়জনের এবং পরদিন ১ মে আরেকজনের লাশ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।

(ওএস/এইচআর/মে ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test