E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিস্তি পরিশোধ করতে না পারায় বসতঘর ভেঙে নিল এনজিও

২০১৫ মে ০২ ২১:২৫:০২
কিস্তি পরিশোধ করতে না পারায় বসতঘর ভেঙে নিল এনজিও

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে শনিবার দুপুরে এনজিও ‘আশা’র ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় নাছিমা বেগম নামের এক দিন মজুরের বসতঘর ভেঙে নিয়ে গেছে এনজিও’র কর্মকর্তারা। বসতঘর ভেঙ্গে নেয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে অসহায় পরিবারটি।

 

ভূক্তভোগী পরিবার ও গ্রামবাসী জানায়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি একটি এনজিও এর কালকিনি উপজেলার সমিতিরহাট ব্রাঞ্চ থেকে ১৫ হাজার টাকা লোন নেয় উপজেলার কাচারিকান্দি গ্রামের দিনমজুর আলি খার স্ত্রী নাছিমা বেগম। কিন্তু ৪ কিস্তি পরিশোধে পরে দরিদ্র পরিবারটি আর কিস্তি দিতে না পারায় এনজিও কর্মকর্তারা পরিবারটির ওপর চাঁপ প্রয়োগ করে। এতে দিশেহারা হয়ে পড়ে ঋণগ্রস্ত পরিবারটি।

পরে শনিবার দুপুরে আশা এনজিও এর কর্মকর্তারা এসে দিনমজুরীর ঘর ভেঙ্গে নিয়ে যায়।

ঋণগ্রস্ত নাছিমার মেয়ে লিমা অশ্রুসজল চোখে বলেন, ‘আমি এনায়েতনগর স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। আগামিতে আমার এসএসসি পরীক্ষা শুরু হবে। কিন্তু মায়ের ঋণের কারণে এনজিওর কর্মীরা কিস্তির টাকার জন্য আমার স্কুলে গিয়ে সবার সামনে বসে আমাকে অপমান করে। আমি লজ্জায় অপমানে ঘরে বসে থাকে। কয়েকবার আত্মহত্যা করতে গিয়েছি। কিন্তু আমার মা ও বাড়ির লোকজন ফিরিয়ে এনেছে। এখন তারা আমাদের শেষ আশ্রয় বসতঘরও ভেঙ্গে নিয়ে গেছে। জানিনা পরিবার নিয়ে এখন আমরা কোথায় যাব।’

এ ব্যাপারে ঋণগ্রস্ত নাছিমা বেগম বলেন, ‘কিস্তির টাকা দিতে না পারায় এনজিওর লোকজন কোথা থেকে একজন লোক এনে বলে তোমাদের থাকার ঘর ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বলেই ঘর ভেঙে নেয়। আর আমরা অসহায় হয়ে চোখের সামনে নিজেদের শেষ আশ্রয় মাথা গোজার ঘরটা ভেঙ্গে নিয়ে যেতে দেখি। এখন কোথায় গিয়ে মাথাগুজব তা জানিনা। মেয়েটিও বড় হয়েছে। তাকে এখন নিরাপদে কোথায় রাখবো তাও জানিনা। তারা আমাদের দেয়া ৪ কিস্তির টাকাও ফেরত দেয়নি।

ঘর ভেঙে নিয়ে যাওয়ার ব্যাপারে এনজিও আশার সমিতিরহাট ব্রাঞ্চের ম্যানেজার আ. রউফ ও সহকারী ম্যানেজার নাজমুল হোসেন বলেন, ‘ঋণের কিস্তির টাকা শোধ করতে না পারায় সেই পরিবারটিই ঘর বিক্রি করেছে। আমরা শুধু ক্রেতা ঠিক করে দিয়েছি।’

(এএসএ/এএস/মে ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test