E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুর রাজ্জাক হাওলাদার একাডেমী স্কুলটির বেহাল দশা

২০১৫ মে ০৩ ১৭:৪০:৩৭
মাদারীপুর রাজ্জাক হাওলাদার একাডেমী স্কুলটির বেহাল দশা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার রাজ্জাক হাওলাদার একাডেমি স্কুলটি নানা সমস্যায় জর্জরিত। প্রায় ২৫ বছর আগে নির্মিত সেমিপাকা ভবনটিতে দীর্ঘদিন ধরে দেখা দিয়েছে ফাটল।

এছাড়াও স্কুলটিতে নেই সীমানা প্রাচীর। ফাটল ধরা ভবনটিতে ঝুঁকির মধ্যেই শিক্ষার্থীদের পাঠদান করতে হয়। এতে করে শিক্ষার্থী ও শিক্ষক উভয়ই প্রতিমুহূর্তে থাকে আতঙ্কের মাঝে। ভবন ধসে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিন গিয়ে জানা গেছে, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে বর্তমানে ১ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত। স্কুলটির মুল ভবনে ফাটল ধরেছে। এই ভবনটি যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে। ভেঙ্গে পড়ার আশঙ্কায় প্রতিমুর্হূতে আতঙ্কে থাকে শিক্ষার্থী ও শিক্ষকরা।

এছাড়াও সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় স্কুলের মাঠ। বৃষ্টির পানি প্রবেশ করে শ্রেণিকক্ষে। তাই বৃষ্টি হলে ব্যহত হয় শিক্ষার্থীদের পাঠদান।

অপরদিকে মাদারীপুর শহরের মাছবাজারের পাশেই স্কুল হওয়া সত্ত্বেও সীমানা প্রাচীর না থাকায় বাজারের চিৎকার চেচামিচিতেও শিক্ষার্থীদের পাঠদানে ব্যঘাত ঘটে।

৫ম শ্রেণীর ছাত্রী কণা আক্তার, অষ্টম শ্রেণীর ছাত্রী সিমা আক্তার, দ্বিতীয় শ্রেণীর ছাত্র অসীম পোদ্দার, সহস্কুলটির একাধিক শিক্ষার্থী জানান, আমরা ক্লাসে আতঙ্কের মাঝে থাকি। অনেক দিন ধরেই ভবনে ফাটল ধরেছে। যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে ভবন।

স্কুলে প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম জানান, স্কুলের ভবনে ফাটল ধরেছে। নেই সীমানা প্রাচীর। সামান্য বৃষ্টি হলেই শ্রেণি কক্ষে পানি প্রবেশ করে। স্কুলটি ৭০ভাগ শিক্ষার্থীই ছাত্রী। তাই স্কুলের ভবন নির্মাণ, ছাত্রীদের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মাণ করা দরকার জরুরী ভিত্তিতে। ভবন ধসে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

(এএসএ/এএস/মে ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test