E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এখনও উদ্ধার হয়নি ডুবে যাওয়া  সার বোঝাই জাহাজটি

২০১৫ মে ০৬ ১৩:২০:২৯
এখনও উদ্ধার হয়নি ডুবে যাওয়া  সার বোঝাই জাহাজটি

বাগেরহাট প্রতিনিধি  :  বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরনখোলা রেজ্ঞের ভোলা নদীর বিমলের চর এলাকায় ডুবে যাওয়া সারবোঝাই এম ভি জাবালে নূর নামের লাইটারেজ জাহাজটি বুধবার দুপুর পর্যন্ত উদ্ধার করা যায়নি। অপসারণ করা যায়নি জাহাজের খোলে থাকা পানিতে গলে যাওয়া অবশিস্ট পাটাশ সার।

জোয়ারের পানিতে জাহাজটিকে থাকা অধিকাংশ সার পানিতে মিশে সুন্দরবনের বিভিন্ন খালের পানিতে ছড়িয়ে পড়েছে। তলা ফেটে ডুবে যাওয়া লাইটারেজ জাহাজের চালক মো. হাফিজু রহমান মঙ্গলবার রাতে ঘটনার বিস্তারিত বনর্না দিয়ে শরনখোলা থানায় সাধারন ডায়েরি করছে। এদিকে সারবোঝাই জাহাজ ডুবিতে সুন্দরবনের সমাভ্য ক্ষয়ক্ষতি উল্লেখ করে শরনখোলা রেজ্ঞ কর্মকর্তা এসিএফ কামাল উদ্দিন আহমেদ থানায় লাইটারেজ জাহাজ কতৃপক্ষকে আসামী করে মামলা করেছে। এঘটনা তদন্তে বাগেরহাটের জেলা প্রশাসন ও সুন্দরবন বিভাগ পৃথক দুটি কমিটি গঠন করেছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শফিকুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের কমিটি ৭ দিনের মধ্যে ও পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ( ডিএফও) মো. আমির হোসাইন চৌধূরীকে প্রধান করে ৪ সদস্যের কমিটি তিন দিনের মধ্যে তাদের রির্পোট পেশ করবে। ঘটনাস্থলে থানা বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, দুটি কমিটি কাজ শুরু করেছে।
জেলা প্রশাসক জানান, লাইটারেজ কার্গো জাহাজটিতে থাকা পানিতে গলে যাওয়া অবশিস্ট সার বালি উত্তোলনের ড্রেজার মেশিন দিয়ে বিকেলের মধ্যে অপসারণের কাজ শুরু করা হবে।
দুর্ঘটনা কবলিত লাইটারেজ জাহাজটি মংলা বন্দরের অদুরে পশুর নদীর হারবারিয়া এলাকা থেকে ৬ শ ৭০ মেট্রিকটন পটাশ সার বোঝাই করে গত ১ মে আশুগজ্ঞর উদ্যেশ্যে রওনা দেয়। প্রতিমধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা রেজ্ঞের ভোলা নদীর বিমলের চরে ৪ মে সোমবার সন্দ্যায় চরে আটকা পড়ে। মঙ্গলবার বিকেলে জাহাজটির তলা ফেটে কাত হয়ে ডুবে যায়। ফলে জাহাজে থাকা পটাশ সার সুন্দরবনের পানিতে মিশে একাকার হয়ে যায়।
এর আগে গত ৯ ডিসেম্বর পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে ফার্নেস অয়েল বোঝাই ‘সাউদার্ণ স্টার সেভেন’ নামের একটি জাহাজ ডুবির ঘটনা ঘটে। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে সুন্দরবকে বাঁচাতে সে সময়ে ছুটে আসে জাতিসংঘের বিষেশজ্ঞ দল। ৫ মাস যেতে না যেতেই সার বোঝাই এ জাহাজ ডুবির ঘটনায় সুন্দরবন আবারও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ল।
(একে/পিবি/ মে ০৬,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test