E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের ৯ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি

২০১৫ মে ০৬ ২০:০৮:১৩
সুন্দরবনের ৯ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি

মংলা প্রতিনিধি : সুন্দরবনের বেড়ীরখাল এলাকা থেকে মুক্তিপণের দাবীতে ৯ জেলেকে অপহরণ করেছে বনদস্যু মেজো/মাইজ্যা ওরফে শিপন বাহিনী। নৌকা প্রতি ১৫ হাজার টাকা চাঁদার দাবীতে দস্যুরা এ সকল জেলেদের অপহরণ করে নিয়ে যায় বলে জানায় জেলে মালিকেরা।

জেলে-মহাজন সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জ’র (মংলা) হাড়বাড়িয়া ক্যাম্প সংলগ্ন বেড়ীর খালে মাছ ধরছিল জেলেরা। এ সময় বনদস্যু মেজো ওরফে শিপন বাহিনী জেলেদের উপর হামলা চালিয়ে মাছ, জালসহ অন্যান্য মালামাল লুটে নেয়।

এছাড়া নৌকা প্রতি ১৫ হাজার টাকা চাঁদার দাবীতে ৯টি নৌকা থেকে ৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ী বাগেরহাটের কচুয়া ও রামপাল এলাকায় বলে জানা গেছে।

এছাড়া মঙ্গলবার ভোর রাতে চাদপাই রেঞ্জে মরাপশুর সংলগ্ন বাইনতলা খালে মাছ ধরারত একটি জেলে ট্রলারে হামলা চালিয়ে জাল, মাছ, সোলার, ব্যাটারী, নগদ ৬ হাজার টাকাসহ আসবাব লুটে নেয় বনদস্যু শিপন বাহিনীর সদস্যরা।

এদিকে এর আগে গত বৃহস্পতিবার জনপ্রতি ২০ হাজার টাকা মুক্তিপণের দাবীতে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা থেকে ৭ জেলেকে অপহরণ করে বনদস্যু মেজো/মাইজ্যা ওরফে শিপন বাহিনী।

(জেএইচ/পিএস/মে ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test