E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাটগ্রাম সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

২০১৪ মে ১৫ ১৫:৩৮:৩১
পাটগ্রাম সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি : বৃহস্পতিবার ভোর রাতে ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর সীমান্ত থেকে জবেদ আলী (৩৫) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। জবেদ আলী উপজেলার ইসলামপুর গ্রামের উমর আলীর ছেলে।

এলাবাসীয় জানায়, উপজেলার ইসলামপুর গ্রামের উমর আলীর ছেলে জবেদ আলী ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় সীমান্তের ৮৪৩ মেইন পিলারের ১ নম্বর সাবপিলারের পাশ দিয়ে চ্যাংরাবান্ধা প্রবেশের চেষ্টা করলে বিএসএফের একটি টহল দল তাকে আটক করে পেটায়। তারপর তাকে মেখলিগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এ ছাড়াও কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

(ওএস/অ/মে ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test