E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় কৃষকদের মানববন্ধন

২০১৫ মে ০৭ ১৭:০৮:৩৫
সিংড়ায় কৃষকদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি : শস্যভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় ধানের ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করে কৃষকেরা। বৃহস্পতিবার জাতীয় কৃষক সমিতির ব্যানারে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডে বিল এলাকার কৃষকরা মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আজাহারুল ইসলাম, লুৎফর রহমান, ময়েন উদ্দিন প্রমূখ। বক্তারা চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য নিশ্চিতকরা সহ ৭ দফা বস্তবায়নের দাবি জানান।
দাবীসমুহ হলো। কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত, বাজেটে কৃষিখাতে ভূর্তকি বৃদ্ধি, সুদ মওকুফ, কৃষি আদালত গঠন, দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহন, ভূমিহীন ও ক্ষেত মজুরদের রেশনিং ব্যবস্থা চালু, পল্লী বিদ্যুতের অনিয়ন বন্ধ করতে হবে।

(এমআর/পিবি/মে ০৭,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test