E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহে বজ্রপাত নিহত ৫

২০১৫ মে ০৭ ২০:৩৮:৫৫
ময়মনসিংহে বজ্রপাত নিহত ৫

মনোনেশ দাস(ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন পাঁচজন। আজ বৃহস্পতিবার সকালে সকাল ১০টার দিকে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বালিয়াকান্দা ও করুয়াপাড়া গ্রামে পৃথক দুই বজ্রপাতের ঘটনায় মাঠে কর্মরত অবস্থায় মারা যান জমসেদ আলী (৫০) ও রুবেল মিয়া (৩০) নামের দুই কৃষক।

স্থানীয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস সহকারী মো. শরীফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া ধোবাউড়া উপজেলায় বজ্রপাতের পৃথক দুই ঘটনায় মারা যায় তৃতীয় ও সপ্তম শ্রেণির দুই ছাত্র। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কান্দাপাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দায় বসে থাকা অবস্থায় বজ্রপাতে আক্রান্ত হয় স্কুলছাত্র দেলোয়ারসহ কয়েকজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

নিহত দেলোয়ার উপজেলার গুজিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তার পিতার নাম আতর খাঁ। অপরদিকে প্রায় একই সময় উপজেলার চারুয়াপাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দায় বসে থাকার সময় বজ্রপাতে আক্রান্ত হয় স্কুলছাত্র মোশাররফ হোসেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মোশাররফ ভেদিকুড়া জুনিয়র স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম লাল মিয়া। এ ছাড়া জেলার ফুলপুর উপজেলার ৪ নম্বর সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামে বজ্রপাত আক্রান্ত হয়ে মারা যান কফিল উদ্দিন (৫৫)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি মাজহারুল হক।

(এমডি/এসসি/মে০৭,২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test