E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিন শতাধিক যাত্রী নিয়ে মেঘনায় লঞ্চ ডুবি, ৫ লাশ উদ্ধার

২০১৪ মে ১৫ ১৬:৪৪:৩২
তিন শতাধিক যাত্রী নিয়ে মেঘনায় লঞ্চ ডুবি, ৫ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি : প্রায় তিন শতাধিক যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে এমভি মিরাজ-৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। অভ্যন্তরীণ নৌযান মালিক সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দু’জনের নাম জানা গেছে। জামাল শিকদার (৫৫)ও আবিদ শিকদার। এরা সম্পর্কে বাবা-ছেলে। তাদের বাড়ি শরীয়তপুরের সুরেশ্বর।

এদিকে, সেখানে গজারিয়া নৌ ফাঁড়ির এসআই বজলুল হকের নেতৃত্বে ট্রলারে করে লঞ্চটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ও স্থানীয় লোকজন।

লঞ্চ ডুবির খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ঢাকার সদরঘাট থেকে সুরেশ্বর যাবার পথে গজারিয়ার চাঁদিখাল নামক স্থানে ঝড়ের কবলে পড়ে এমভি মিরাজ-৪ নামে একটি লঞ্চ ডুবে গেছে বলে আমরা শুনেছি। লঞ্চটি দুপুর আড়াইটার সময় মুন্সীগঞ্জ ঘাট অতিক্রিম করে যায়। এ সময় কিছু যাত্রী সেখানে নেমে যায়। লঞ্চটি থেকে নেমে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে তিনি জানান, লঞ্চটিতে তিন শতাধিক যাত্রী ছিল।

(ওএস/অ/মে ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test