E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

২০১৪ মে ১৫ ১৭:২৭:৩৩
বাগেরহাটে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাগেরহাট প্রতিনিধি : সারাদেশে মডেল প্রকল্পভূক্ত ৩১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে বাগেরহাটে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে নির্বাচিত মডেল মাধ্যমিক বিদ্যালয় সমিতির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট জেলা কালেক্টরেট ভবনের সামনে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসক মূ: শুকুর আলীর কাছে স্বারকলিপি প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ।
স্মারকলিপি প্রদানের পুর্বে বিক্ষোভ পরবর্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রামপালের পেড়িখালী পি,ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, মংলার চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির মোল্লাহাটের ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহম্মেদ, চিতলমারী এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক, কচুয়া সিএস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, শরণখোলার রায়েন্দা সিএস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বক্তারা প্রধানমন্ত্রী ঘোষিত এ প্রকল্পটি বাস্তবায়ন করে সারা দেশে ৩১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয় করনের দাবি জানান।
(একে/এএস/মে ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test