E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

২০১৪ মে ১৫ ১৭:৫০:৫২
নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার নওগাঁর পত্নীতলায় ও সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অনুকূলে শিক্ষা বৃত্তি এবং আয় বর্ধন ঋণ হিসাবে পুরুষ ও মহিলাদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

পত্নীতলায় ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পুরুষ ও মহিলার হাতে ভ্যান ও সেলাই মেশিন তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মো. রফিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পত্নীতলা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৫১ জন পুরুষকে ১১ হাজার ৭শ’ ৬৪ টাকা মূল্যের ৫১ টি ভ্যান গাড়ি ও ৫০ জন মহিলাকে ৭ হাজার ৭শ’ ৩০ টাকা মূল্যের ৫০ টি সেলাই মেশিন প্রদান করা হয়। অপরদিকে সাপাহার উপজেলায় ৭৫ জন দুঃস্থ আদিবাসীদের মাঝে ৩ লাখ ৭৫ হাজার টাকা ও ৪ জন দুঃস্থ রোগীদের মাঝে ২২ হাজার টাকা বিতরণ করা হয়।
(বিএম/এএস/মে ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test