E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্রাইয়ে মহাত্মা গান্ধী আশ্রমে মতবিনিময় সভা

২০১৫ মে ০৯ ১৭:২১:৫৮
আত্রাইয়ে মহাত্মা গান্ধী আশ্রমে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি :  মহাত্মা গান্ধি ও বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়)-এর স্মৃতিবিজড়িত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নওগাঁর আত্রাইয়ে ‘বঙ্গীয় রিলিফ কমিটি’র  (মহাত্মা গান্ধী আশ্রম) মিলনায়তনে শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। এ সময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেসরকারী সংস্থা ‘ক্রিসচিয়ান এইড’ অর্গানাইজেশনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিষা মজুমদার ও বেসরকারী সংস্থা ‘নাগরিক উদ্যোগ’ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আফসানা আমিন। সভায় সংসদ সদস্য ইসরাফিল আলম ‘বঙ্গীয় রিলিফ কমিটি’র সার্বিক উন্নয়নের আশ্বাস প্রদান করেন। ‘ক্রিসচিয়ান এইড’ অর্গানাইজেশনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিষা মজুমদার এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিক চেষ্টা করবেন বলে জানান। অতিথিরা মহাত্মা গান্ধি ও বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়-এর ঘরের ভিটে এবং প্রতিষ্ঠানটির এলাকা ঘুরে দেখেন। শেষে অতিথিদের নিকট প্রতিষ্ঠানের ঐতিহাসিক বিবরণ দেন সাংবাদিক ফরিদুল আলম পিন্টু।
(বিএম/পিবি/ মে ০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test