E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে ডুবে যাওয়া জাবালে নূর ,লুট হচ্ছে পানি মিশ্রিত সার ও জ্বালানি তেল

২০১৫ মে ০৯ ২৩:৩৪:২৫
৫দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে ডুবে যাওয়া জাবালে নূর ,লুট হচ্ছে পানি মিশ্রিত সার ও জ্বালানি তেল

বাগেরহাট প্রতিনিধি :সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর মরা ভোলার চরে ডুবে যাওয়া পটাশ সারবাহী জাহাজ ‘জাবালে নূর’ ৫দিনেও উদ্ধার সম্ভব হয়নি। এসুযোগে জাহাজের পানি মিশ্রিত সার,অভ্যন্তরীণ জ্বালানি তেলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিচ্ছে একটি চক্র। শনিবার সকাল থেকে হোস পাইপ দিয়ে পানি মিশ্রিত সার অপসারন শুরু করেছে সুন্দরবন বিভাগ।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অতুল মন্ডলের কাছে জাহাজের পানি মিশ্রিত সার,অভ্যন্তরীণ জ্বালানি তেলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুটের কথা জানালে সাংবাদিকদের উপর তেলে বেগুনে ক্ষেপে ওঠেন ইউএনওর কক্ষে থাকা উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ।

এব্যাপারে সারবাহী জাহাজ ডুবির ঘটনায় গঠিত বন ও পরিবেশ মন্ত্রনালয়ের তদন্ত কমিটির সদস্য বিআইডব্লিউটিএ’র ঢাকা অঞ্চলের ডেপুটি ডাইরেক্টর মো. ফজলুর রহমান বলেন, ইতিমধ্যে জাহাজের ৫০ ভাগ সার বিভিন্ন ভাবে সরে গেছে ও জাহাজে থাকা অভ্যন্তরীণ জ্বালানি তেলসহ বিভিন্ন মূল্যবান মালামাল বেহাত হয়ে গেছে বলে তিনি দাবী করেন।#


(একে/এসসি/মে০৯,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test