E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ৩শ’ শিক্ষার্থীদের ক্লাস বর্জন

২০১৫ মে ০৯ ২৩:৩৬:৩৫
বাগেরহাটে ৩শ’ শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র হালদার বিদ্রালয়ে আসায় ৩ শতাধীক ছাত্র-ছাত্রী ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বর ত্যাগ করে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিন সুতালড়ী এইচ.এম.জে.কে.এম মাধ্যমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে।

প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় লোকজন আন্দোলন করে আসছে। গত ১ এপ্রিল বিদ্যালয় চত্বরে মানববন্ধন ও প্রধান শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। একই দিন প্রতিবাদ সভা করেন অভিভাবক ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় প্রধান শিক্ষককের ওপর নিষেধাজ্ঞা জারি করেন বক্তারা। ওইদিন থেকে প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র আর বিদ্যালয় মুখী হননি। শনিবার বিদ্যালয়ে গেলে সকল শ্রেনীর শিক্ষার্থীরা একযোগে বিদ্যালয় ত্যাগ করেন।

এবিষয়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষক গৌতম চন্দ্র বেপারি বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করেছে এমন খবর জানার পরে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় ত্যাগ করে। মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান বলেন, তদন্ত সাপেক্ষে এ ঘটনার ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাটি পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র হালদার। ##

(একে/এসসি/মে০৯,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test