E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দিনমজুরের লাশ উদ্ধার

২০১৫ মে ১০ ১৩:১৮:২৭
বাগেরহাটে দিনমজুরের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি  : বাগেরহাট সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার একটি বিল থেকে শনিবার গভীর রাতে নুর ইসলাম বক্স (৫০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে দিন মজুর নুর ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নুর ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বরইতলা গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে।

নুর ইসলামের পরিবারের বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক বলেন, শনিবার রাত বারোটার দিকে দিনমজুর নুর ইসলামের পরিবার কাছ থেকে খবর পেয়ে পুলিশ বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলার সীমান্তবর্তি বালিয়াডাঙ্গা গ্রামের বিল থেকে ভাসমান অবস্থায় নুর ইসলামের লাশ উদ্ধার করে। ২-৩ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে মরদেহ দেখে মনে হচ্ছে। তাঁকে হত্যা করা হয়েছে কিনা তা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা।
তিনি আরও বলেন, গত ৫ মে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বরইতলা গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে দিনমজুর নুর ইসলামকে ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বজলু চাকলাদার তার পানের বরজে কাজ করতে নিয়ে আসেন। ৭ মে দিনমজুর নুর ইসলাম বজলুর পানের বরজে কাজ করতে গিয়ে নিখোঁজ হন। নুর ইসলামকে বজলু খুঁজে না পেয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। যে বিল থেকে নুর ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে তা বজলুর বাড়ির বেশ দূরে। নুর ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।
(একে/পিবি/মে ১০,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test