E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বখাটের লাঞ্চনায় কিশোরীর আত্নহত্যা

২০১৫ মে ১০ ১৬:০৬:৩০
বখাটের লাঞ্চনায় কিশোরীর আত্নহত্যা

মাদারীপুর প্রতিনিধি : সাথী আক্তার (১৪) চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্বপ্ন ছিলো লেখা পড়া করে অনেক বড় হবে কিন্তু তার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। শাওন নামের এক বখাটের লাঞ্চনায় লজ্জা ও ক্ষোভে আত্মহননের পথ বেছে নিয়েছে।

ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পুটিয়া গ্রামে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পুটিয়া গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে শাওন গত দুই বছর ধরে স্কুলে যাওয়া আসার পথে একই গ্রামের চানমিয়া সিপাহীর মেয়ে সাথীকে উত্ত্যক্ত করত। এনিয়ে শাওনের পারিবারের কাছেও কয়েক বার নালিশ করা হলেও কোন ফল হয়নি। এলাকাবাসীও চেষ্টা করেছে শাওনকে ফেরাতে কিন্তু শাওন দিন দিন আরো বেপরোয়া হয়ে ওঠে।
শনিবার বিকেলে সাথী স্কুল থেকে ফেরার পথে আবার পথরোধ করে শাওন। সেই সাথে শারিরিকভাবে লাঞ্চিত করা হয় তাকে।
ঐ ঘটনার পর বাড়ি ফিরে শনিবার রাতে সাথী তার মাকে জানায়, তোমাদের গত দুই বছর বলেছি ওকে (শাওনকে) ফেরাতে পারনি। কিন্তু আমি এ জ্বালাতন আর সহ্য করতে পারছিনা। আমাকে ক্ষমা করো। এরপর রাতে সবার অজান্তে কীটনাশক পান করে। পরিবারের লোকজন টের পেয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় সাথী।
মাদারীপুর সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম রাজিব জানান, ‘রবিবার দুপুরে মেয়েটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’
নিহত সাথীর বাবা চানমিয়া সিপাহী বলেন, বখাটে শাওনের পরিবার থেকে মামলা না করার জন্য আমাদের হুমকি দিচ্ছে। কিন্তু আমি এর সঠিক বিচার চাই।
চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন হাওলাদার বলেন, সাথী খুবই শান্ত প্রকৃতির মেয়ে ছিলো। শনিবার মাসিক পরীক্ষা দিয়ে সে বাড়িও চলে যায়। কিন্তু পথে কি হয়েছে তা আমাদের জানা নেই। তবে ও কখনও ইভটিজিং এর কথা আমাদের বলেনি।
মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবার থেকে যদি ইভটিজিং এর ব্যাপারে আমাদের জানানো হতো। তাহলে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ দেয়া হতো। এ জন্য দরকার সচেতনতা বাড়ানো। যাতে করে ইভজিটিং এর শিকার হয়ে আর কোন সাথীর প্রাণ দিতে না হয়।
মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, মেয়ের পরিবারের পক্ষ থেকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। তবে শাওনের পারিবারের দাবি প্রেমে ব্যর্থ হয়ে সাথী আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল জানান, এ বিষয় নিয়ে আমাদের কাছে কেউ এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এএ/পিবি/মে ১০,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test