E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২৫

২০১৫ মে ১১ ১২:২২:৫১
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২৫

দিনাজপুর প্রতিনিধি : ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশৈংকল গামী জিফাত পরিবহন এবং বীরগঞ্জ উপজেলা থেকে চট্টগ্রামগামী আলুবাহী ট্রাক (ঢাকা মোট্টো-ট-১৮-৬৭৫১) মুখোমুখি সংঘর্ষে নৈশ কোচের ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তবে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার সকাল সাড়ে ৬টায় ওই মহাসড়কের দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভাতগাঁ ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর-ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় পল্লী চিকিৎসক নিরঞ্জন রায় জানান, ঠাকুগাঁওয়ের রাণীশৈংকলগামী জিফাত পরিবহন এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে চট্রগ্রাম গামী আলুবাহী ট্রাক (ঢাকা মোট্টো-ট-১৮-৬৭৫১) মুখোমুখি সংঘর্ষে নৈশ্য কোচের ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনাস্থলে কেউ মারা যায়নি। তবে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে দিনাজপুর-ঠাকুরগাঁও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কাহারোল থানার এসআই মো. বোরহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ২৫ জন যাত্রী আহত হলেও নিহতের সংবাদ পাওয়া যায়নি। আহতরা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে তাদের নাম পরিচয় জানা যায়নি।
(ওএস/পিবি/মে ১১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test