E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে ব্যাংকের চেক জালিয়াতি চক্রে আটক ১

২০১৫ মে ১১ ১৫:১৪:৩০
মদনে ব্যাংকের চেক জালিয়াতি চক্রে আটক ১

মদন (নেত্রকোণা) প্রতিনিধি :  সোমবার দুপুরে মদন সোনালী ব্যাংক শাখা থেকে ১হাজার টাকার চেক জালিয়াতি করে ১লক্ষ ৭০ হাজার টাকা উত্তোলন করার সময় সানোয়ার (৩০) নামক এক প্রতারক গ্রেফতার হয়েছে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, রবিবার গঙ্গানগর গ্রামের মোঃ হাসান, পিতা- আলতাফ হোসেন, মাতা-সুফিয়া বেগম, ১২৭২৮নং মদন সোনালী ব্যাংক শাখায় হিসাব খুলেন। সোমবার প্রতারক চক্র উক্ত হিসাব নম্বরের এক হাজার টাকার বেয়ারার চেক পাস করিয়ে পরে ১ লক্ষ ৭০ হাজার টাকা সৃজন করে ক্যাশিয়ারের নিকট জমা দেয়। ক্যাশিয়ার কম্পিউটার সেকশনে তার ডেবিট জানতে চাইলে এই প্রতারণা ধরা পড়ে। এ সময় প্রতারক সানোয়ার দৌড়ে ব্যাংক থেকে পালানোর চেষ্টা করলে জনতা ও ব্যাংক ষ্টাফ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে সোনালী ব্যাংক ম্যানেজার আব্দুস সালাম ভূইয়া জানান প্রতারক সুকৌশলে এই জালিয়াতির চেক সৃজন করে উত্তোলন করার সময় ক্যাশ থেকে ডেভিট জানতে চাইলে তা ধরা পড়ে। আমি, আমার ষ্টাফ ও জনতা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করি। এই একাউন্টে অল্প টাকা ছিল। এ ব্যাপারে মদন থানার ওসি তদন্ত শামছুল আলম সিদ্দিকী জানান সানোয়ার, গ্রাম-গণশী, উপজেলা-মাদারীপুর, জেলা-মাদারীপুরের জালিয়াত চক্রের সদস্যকে আটক করা হয়েছে। থানায় প্রতারণা মামলার প্রস্তুতি চলছে।
(এএএম/পিবি/মে ১১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test