E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মানবাধিকার প্রতিষ্ঠিত হলে মানুষ পুর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করবে’

২০১৫ মে ১১ ১৬:৩৫:২০
‘মানবাধিকার প্রতিষ্ঠিত হলে মানুষ পুর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করবে’

নওগাঁ প্রতিনিধি : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র সে দেশের মানুষ পূর্নাঙ্গ স্বাধীনতা ভোগ করবেন।

কেবলমাত্র মানবাধিকার প্রতিষ্ঠিত হলেই সে দেশের মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে। সোমবার দুপুরে নওগাঁ জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন ২০১৪ সম্পর্কিত সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি মুখ্য আলোচকের বক্তব্যে কথাগুলো বলেন। তিনি আরো বলেন, এ দেশের শতকরা ৯৯ ভাগ মানুষ মনে করেন দেশে কোন ন্যায় বিচার নাই। দেশের রাজনৈতিক ব্যক্তিরাই ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। অথচ ন্যায় বিচারের প্রত্যাশা সকল মানুষেরই। নওগাঁ জেলা স্কুল মিলনায়তনে জেলা মানবাধিকার ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহবায়ক এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী উল শহিদ, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনজুমান আরা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, আইন ও শালিস কেন্দ্রের উপ-পরিচালক এ্যাডভোকেট সানাইয়া ফাহীম আনছারী, প্রোগ্রাম অর্গানাইজার তাসনোভা আলম এবং আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা নওগাঁর নির্বাহী পরিচালক এস এম সহিদুল আলম বক্তব্য রাখেন।
(বিএম/পিবি/মে ১১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test