E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘র‌্যাব যে কোন সময় আমাকে মেরে ফেলবে’

২০১৪ মে ১৫ ১৮:৫৫:২৮
‘র‌্যাব যে কোন সময় আমাকে মেরে ফেলবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশে সর্বপ্রথম র‌্যাবের বিরুদ্ধে আমিই কথা বলেছি। বিভিন্ন সংবাদপত্রে ও টেলিভিশনে আমি প্রকাশ্যে তাদের বিরুদ্ধে বলেছি।

এখন তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমি মৃত্যুর ঝুঁকি নিয়েই আমার জামাতার হত্যার বিচারের দাবিতে নেমেছি। র‌্যাব যে কোন সময় আমাকে মেরে ফেলবে। নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় তদন্ত কমিটির দুইদিনের গণশুনানির শেষদিনে আজ স্বাক্ষ্য দেবার পর শহীদ চেয়ারম্যান গণমাধ্যমের কাছে তার এ আশংকার কথা বলেন।
তবে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে যান। তদন্ত কমিটির কাছে কি স্বাক্ষ্য দিয়েছেন সাংবাদিকদের এ প্রশ্নেরও কোন জবাব দেননি তিনি। আপনি কি ভয়ে কিছু বলছেন না? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিতো প্রথমেই বলেছি আমার জীবন হুমকির মুখে। বার বার একই কথা বলার অপেক্ষা রাখে না। গণশুনানিটা এখানে না করে সিদ্ধিরগঞ্জ এলাকায় করলে ভালো হতো বলে তিনি মনে করেন। এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যেহেতু নিহত সাতজনই সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা, তাই গণশুনানির আয়োজনটা ওই এলাকায় করলে নারী বৃদ্ধ হাজার হাজার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতো। তাছাড়া আসামীরা এখনো গ্রেফতার না হওয়ায় মানুষ ভয়ে ও আতংকে এখানে এসে স্বাক্ষ্য দিতে সাহস পাচ্ছে না।
এদিকে নিহত নজরুল ইসলামের ছোট ভাই আব্দুস সালাম নারায়ণগঞ্জ সার্কিট হাউসে এসে তদন্ত কমিটির গণশুনানিতে অংশ নেন। স্বাক্ষ্য প্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি গণশুনানির স্থান নির্ধারণের ব্যাপারে শহীদ চেয়ারম্যানের বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেন, প্রশাসনের সংরক্ষিত এলাকায় করাতে মানুষের কাছ থেকে সাড়া পাওয়া যায় নি। তিনি বলেন সিদ্ধিরগঞ্জের অনেক মহিলা ও বৃদ্ধ মানুষ এই গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ছিল। আব্দুস সালামও শহীদ চেয়ারম্যানের মতো সাংবাদিকদের কাছে স্বাক্ষ্য দেবার বিষয়ে কিছু বলেননি। র‌্যাবের অভিযুক্ত তিন কর্মকর্তাসহ হত্যা মামলার আসামীরা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রশাসন আমাদের কাছ থেকে দুইদিনের সময় চেয়ে নিয়েছে। আমরা দুইদিন অপেক্ষা করব। এর মধ্যে তাদেরকে গ্রেফতার করা না হলে আমরা পুনরায় লাগাতার অবরোধ, ধর্মঘট ও হরতালের কর্মসূচী দিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।

(এএইচপি/এএস/মে ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test