E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে প্রতারক আটক

২০১৫ মে ১১ ২১:৫২:৪২
কালকিনিতে প্রতারক আটক

মাদারীপুর প্রতিনিধি : এনজিও’র ঋণের দায়ে ঘর ভেঙে নেয়া অসহায় পরিবারকে সাহায্য দেয়ার প্রলোভন দেখিয়ে দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করতে গিয়ে জহিরুল ইসলাম (২৯) নামের এক প্রতারককে পুলিশ আটক করেছে।

সোমবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত ২ মে এনজিও আশার ঋণের ১৫ হাজার টাকা পরিশোধ করতে বসতবাড়ি বিক্রি করে কাচারিকান্দি গ্রামের আলি খার স্ত্রী নাছিমা বেগম। এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হলে অনেকেই ঐ অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ায়।

এই সুযোগটিকে কাজে লাগিয়ে অসহায় পরিবারটিকে সাহায্য দেয়া হবে বলে তার মেয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্যাপারটি টের পেয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ঐ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

আটক যুবক জহিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আশুদিয়ার পাড় গ্রামের সৈয়দ আ. রশিদের ছেলে বলে নিজেকে পরিচয় দেয়।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই সঞ্জয় ও এএসআই কাঞ্চন মিয়া বলেন, আটকের ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে এ যুবক সাহায্য করতে এসেছে বলে দাবী করছে।

(এএসএ/পিএস/মে ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test