E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের বাঘ শিকারী আটক

২০১৫ মে ১২ ১৪:১১:১৮
সুন্দরবনের বাঘ শিকারী আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার লোকালয় থেকে রয়েল বেঙ্গল টাইগারের মাথার খুলি, মেরুদন্ড ও হাড়-গোড়সহ মো. সগির ঘরামি (৩৮) নামে এক বাঘ শিকারীকে আটক করেছে সুন্দরবন বিভাগ। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার সাউথখালি ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামের মো. সগির ঘরামির বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। এসময় তার বাড়িতে থাকা সুন্দরবন থেকে শিকার করা ১টি বাঘের মাথার খুলি, মেরুদন্ডসহ ছোট বড় ১৫৭ পিস হাড়-গোড় ও বাঘ-হরিণ শিকারে ফাঁদ হিসাবে ব্যবহৃত ২০ কেজি জালও উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ কামাল উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে তাঁর নেতৃত্বে সুন্দরবন বিভাগের একটি দল উত্তর সোনাতলা গ্রামের মো. সগির ঘরামির বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে বাঘের মাথার খুলি, হাড়গোড় এবং শিকারে ব্যবহৃত ফাঁদ উদ্ধার করা হয়। আটক সগির ঘরামি সোনাতলা গ্রামের মৃত ইউসুফ আলী ঘরামির ছেলে। সে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রানী শিকার ও পাচারের সাথে জড়িত হিসাবে সুন্দরবন বিভাগের তালিকা ভূক্ত বন্যপ্রানী শিকারী ও পাচারকারী। এবছরের ১৩ জানুয়ারি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নব্বই রশি বাসস্ট্যান্ড থেকে একটি বাঘের চামড়াসহ ছগির ঘরামীর ভাই নূরুজ্জামান ঘরামীসহ ৩ জনকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা। ওই মামলায়ও ছগির আসামী রয়েছে। তার বিরুদ্ধে শিকার ও পাচারের অভিযোগ রয়েছে। এর আগেও বন্যপ্রাণী সংরাক্ষন আইনে ৬টি মামলায় সে আসামী।
মামলার বাদি সুন্দরবনের বিশেষ টহল দলের দলনেতা ফরেস্ট রেঞ্জার খান মো. হাফিজুর রহমান জানান, এঘটনায় বন্যপ্রাণি সংশোধন আইন-২০১২ এর ৩৬(১),৩৬(২) ধারায় ছগিরের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
(একে/পিবি/মে ১২,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test