E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২০১৫ মে ১২ ১৭:২৭:০৬
বড়লেখায় অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলায়  ১৭হাজার অটিজম শিশু রয়েছে। এদেরকে সামাজিকভাবে সাধারন শিশুর  মতো  একীভূত শিক্ষার আওতায় এনে জনসম্পদে রুপান্তরিত করতে হবে। এজন্য প্রতিটি উপজেলায় অটিজম একাডেমিক প্রতিষ্ঠা সহ সমাজে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিপ্তরের ন্যাশন্যাল একাডেমিক ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিস অটিস্টিক একাডেমী স্থাপন প্রকল্প আয়োজিত মৌলভীবাজারের বড়লেখায় একদিন ব্যাপি কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালায় সার্বিক বিষয় তুলে ধরেন প্রকল্প পরিচালক সালমা বেগম, নায়েম এর প্রশিক্ষক স্বপন কুমার নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব।
এর আগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমানের সভাপতিত্বে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন ,মৌলভীবাজার দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সহ বিভিন্ন পেশার একশত জন লোক অংশ নেন।
(এলএস/পিবি/মে ১২,২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test