E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেয়র মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত

২০১৫ মে ১২ ১৮:৪৪:২৭
মেয়র মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাড়ি ভাংচুরের হুকুম দেওয়ার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ফারজানা খান মঙ্গলবার দুপুরে রাষ্ট্র ও আসামী পক্ষের আইনজীবিদের শুনানি গ্রহণ শেষে এ আদেশ দেন। আগামী ১৩ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্ষ করা হয়েছে।

অভিযোগপত্র গ্রহণ করায় যে কোন সময় সাময়িক বরখাস্ত হতে পারেন অধ্যাপক মান্নান। বিধিমালা অনুযায়ী আদালত অভিযোগপত্র গ্রহণ করলে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করতে পারে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গাজীপুরের কোর্ট ইনস্পেক্টর মো. রবিউল ইসলাম জানান, গত ২৭ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে নগরীর বড়বাড়ি এলাকায় একটি মাইক্রেবাস ও একটি লেগুনা ভাংচুর হয়। এ ঘটনায় মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মান্নান ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনকে হুকুমের আসামী করে ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫/২০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ এম এ মান্নান, ফজলুল হক মিলনসহ ৪৩ জনের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এম এ মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, মেয়র পদ থেকে অপসারন করার জন্যেই একটি অতিসাধারন মামলায় মেয়রের নামে সরকারের নির্দেশে পুলিশ চার্জশীট দিয়েছে।

জানা গেছে, গত ১১ ফ্রেবুয়ারি গ্রেপ্তারের সময় মেয়রের নামে ৩টি মামলা ছিল। দু’টি মামলায় তিনি জামিনে ছিলেন। পরে তাকে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানার আরো ৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৭ ডিসেম্বর দায়ের করা একটি মামলায় পুলিশ ইতোমধ্যে মেয়রকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দিয়েছে। আজ মঙ্গলবার চার্জশীর্টের উপর শুনানীর দিন ধার্য রয়েছে।

(এসএএস/এএস/মে ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test