E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে ৫ জনের ১০ বছরের কারাদণ্ড

২০১৫ মে ১২ ২০:০৬:৫৭
গাজীপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে ৫ জনের ১০ বছরের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অবৈধ অস্ত্র রাখার দায়ে ৫ যুবককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গাজীপুরের টঙ্গীর সাতাইশের আউয়ালের ছেলে নাজিম উদ্দিন (৩৩), ঢাকার দোহারের বানাঘাটা গ্রামের সাঈদ আলীর ছেলে হাবিব (২৯), নোয়াখালীর সোনাইমুড়ির নাওতোলা পেশকারবাড়ির আবুল হোসেনের ছেলে সোহরাব হোসেন ওরফে মুন্না (৩২), টঙ্গীর দাড়াইল এলাকার তৈয়ব আলীর ছেলে মোমিন মিয়া (৩০) ও কুষ্টিয়ার দৌলতপুরের হরিণগাছির গোলাম সারোয়ারের ছেলে রকি (২৫)। পলাতক থাকায় মুন্না ও রকির অনুপস্থিতিতে রায় ঘোষনা করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবি গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মকবুল হোসেন কাজল জানান, ২০০৯ সালে ডিএডি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে র‌্যাব-১ এর একটি দল টঙ্গীর সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ যুবককে গুলিভর্তি আমেরিকার তৈরী একটি সয়ংক্রিয় পিস্তলসহ আটক করা হয়। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০০৯ সালের ২ ফেব্রুয়ারী টঙ্গী থানায় মামলা করেন জাহাঙ্গীর হোসেন।

(এসএএস/পি/মে ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test