E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্লগার হত্যার প্রতিবাদে সিলেটে আধাবেলার হরতাল চলছে

২০১৫ মে ১৩ ০৯:৫৫:৫৩
ব্লগার হত্যার প্রতিবাদে সিলেটে আধাবেলার হরতাল চলছে

সিলেট প্রতিনিধি : বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ’র হত্যার প্রতিবাদে ও জড়িতদের সনাক্ত করে সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে সিলেটে গণজাগরণ মঞ্চ ও প্রগতিশীল ছাত্র জোটের ডাকা আধাবেলার হরতাল চলছে।

ভোর ছয়টা থেকে শুরু হওয়া হরতাল সকাল নয়টা পর্যন্ত শান্তিপূর্ণ ছিলো। কঠোর পুলিশি নিরাপত্তায় হরতালে নগরের কোথাও ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রিক্সা চলাচল ছিলো অন্যান্য দিনের চেয়ে অনেক কম।

বুধবার ভোর ছয়টা থেকে হরতাল আহবানকারীসহ সিলেটের সাংস্কৃতিক কর্মী ও অনলাইন অ্যাকটিভিস্টরা হরতালের সমর্থনে নগরের বন্দর বাজার কোর্ট পয়েন্টে জড়ো হয়ে ‘অনন্ত বিজয় মরলে কেন? সরকারের জবাব চাই, খুনিদের গ্রেফতার কর নইলে তোদের প্রতি ঘৃণা আজ’ ... এরকম নানা স্লোগান দিচ্ছেন। নগরের বিভিন্ন এলাকা থেকে হরতালের ছোট ছোট মিছিল কোর্ট পয়েন্টে এসে যোগ দিচ্ছেন।

সকাল পৌনে আটটায় কোর্ট পয়েন্টে সমবেতরা সিলেট নগরে একটি মিছিল বের করেন। নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেটের প্রবেশদ্বার ক্বীন ব্রিজের সামনে এক সমাবেশে মিলিত হন।

সমাবেশে গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক দেবাশীষ দেবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সহিদুজ্জামান পাপলু (পাপলু বাঙালি), সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তিগুপ্ত প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একের পর এক গণজাগরণ মঞ্চ’র সংগঠনক ও ব্লগার হত্যা করা হলেও এখনো পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সরকার ও প্রশাসনের ব্যর্থতার কারণে খুনি-মৌলবাদী জঙ্গিরা উম্মাদ হয়ে গেছে। তারা একের পর এক মুক্তিযদ্ধের চেতনা ও মুক্তমনা বিজ্ঞানমস্ক মানুষকে হত্যা করছে।

বক্তারা আরো বলেন, হত্যা আর হুমকি ধামকি দিয়ে মানুষের চিন্তা-চেতনাকে হত্যা করা যায় না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করা না হলে সিলেট থেকেই কঠোর আন্দোলন শুরু করা হবে। আর এই আন্দোলনে সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

(ওএস/এএস/মে ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test