E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুর নগর ভবনে হামলা, কাউন্সিলরসহ আহত ১০

২০১৫ মে ১৩ ১৭:৪৫:০৮
গাজীপুর নগর ভবনে হামলা, কাউন্সিলরসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  : সরকার দলীয় দুই ঠিকাদারের দ্বন্দ্বে নিজেদের মধ্যে মারামারি এবং গাজীপুর নগর ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। হামলায় তত্বাবধায়ক প্রকৌশলীর কক্ষের টেবিল ও নির্বহী প্রকৌশলীর কক্ষের জানালার কাঁচসহ অন্তত ৫টি দফতর তছনছ করা হয়।

এতে ৩ কাউন্সিলরসহ অন্তত: ১০জন আহত হয়েছেন। বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ঠিকাদার শাহজাহান মিয়া ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ঠিকাদার কামরুজ্জামান রিপনের মধ্যে মধ্যে মারামারি পর ওই ঘটনা ঘটে। ঘটনার পর নগর ভবনে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে দায়ীদের বিচার দাবি করেছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজিজুর রহমান শিরিশ ও শওকত আলম জানান, সকাল ১১টার দিকে নগর ভবনের ৩য় তলায় শাহজাহান মিয়া ও কামরুজ্জামান রিপনের মধ্যে পাওনা টাকা ও সিডিউল কেনা নিয়ে বিরোধ বাঁধে। এক পর্যায়ে শাহজাহান রিপনকে মারধর করেন। খবর পেয়ে রিপনের ভাই গাজীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন।

এ সময় তারা ঠিকাদার শাহজাহানকে মারধর করেন। এ খবর পেয়ে শাহজাহানের লোকজন লাঠিসোটা ও লোহার রড নিয়ে নগর ভবনের এসে বিভিন্ন রুমে রিপন ও তার ভাই আলীকে খুঁজতে থাকে। তারা আলী ও রিপনকে পেয়ে বেদম পিটুনি দেয়। পরে নগর ভবনের দ্বিতীয় তলায় তত্ত্ববধায়ক প্রকৌশলী মোঃ আকবর হোসেন, নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান কাজল, সহকারী প্রকৌশলী এসএম সামসুর রহমান, শহর পরিকল্পনাবিদ সুমনা শারমিন ও প্রকৌশল বিভাগের বিভিন্ন কক্ষের জানালার কাঁচ, টেবিল, বিভিন্ন স্থানে থাকা ফুলের টব ভাংচুর করে। এসময় মারামারি ও ভাংচুর থামাতে গিয়ে কাউন্সিলর মো. জান্নাতুর রহমান, শওকত আলম, মহিলা কাউন্সিলর আয়েশা খাতুনসহ অন্তত ১০জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ নগর ভবনে ছিলেন না। খবর পেয়ে তিনি বেলা ১২টার দিকে নগর ভবনে আসেন। তিনি জানান, দুই ঠিকাদারের আভ্যন্তরিণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। এতে নগর ভবনের সুনাম ক্ষুন্ন হয়েছে। যারা এ ঘটনরা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নগর ভবনে মারামারি ও হামলার খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ পিপিএম ঘটনাস্থলে যান। তিনি জানান, জড়িতদের ছাড় দেওয়া হবেনা। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ঠিকাদার রিপন ও তার ভাই আলী দাবি করেন, ঠিকাদার শাহজাহানের কাছে তারা ৪লাখ ১৭ হাজার টাকা পান। কয়েক দফা তারিখ দিয়ে তিনি টাকা দিচ্ছেন না। এছাড়া মঙ্গলবার সিটি কর্পোরেশনের ২ ও ৩ নম্বর জোনের কয়েকটি কাজের সিডিউল ক্রয় করেন তারা। এতে শাহজাহান ক্ষুব্ধ হন। পাওনা টাকা চাইতে গেলে এবং সিডিউর কেনার কারণে শাহজাহানের লোকজন তাদের মারধর করে।

(এসএএস/এএস/মে ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test