E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে এখনও কমেনি সাপ আতংক, ১ ওঝা আটক

২০১৫ মে ১৩ ১৮:৩৮:২৭
মাদারীপুরে এখনও কমেনি সাপ আতংক, ১ ওঝা আটক

মাদারীপুর প্রতিনিধি : সাপ আতঙ্কে এখনও ভাসছে পুরো মাদারীপুর। চায়ের দোকান থেকে অফিস পাড়া সর্বত্রই সাপের গুজব। প্রতিনিয়তই বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে খবর আসছে সাপে কামড়ের।

সাপে কাটা রোগিদের সন্ধান করতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই তাদের অস্তিত্ব পাওয়া যায়নি। আবার কেউ কেউ নিজেদের সাপে কেটেছে বলে দাবি করলেও সাপে কামড়ের কোন ক্ষত পাওয়া যায়নি। এ ঘটনায় গুজব ছাড়ানোর অভিযোগে মঙ্গলবার মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া ফাড়ি পুলিশ মদন নামের এক ওঝাকে আটক করেছে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মুসারকান্দি, লুন্দি, হাসানকান্দি, মাঝকান্দি, সাতবাড়িয়া এবং মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী, চরনাচনা, বাহাদুরপুর, কালীর বাজার, জাফরাবাদ, কালিকাপুর, দক্ষিণ বীরাঙ্গল, পশ্চিম বাহাদুরপুর, হবিগঞ্জ, মীরাকান্দি, রাধার বাড়ি, সৈয়দনুর, দুধখালি, ধুরাইল ইউনিয়নের ১১ গ্রাম, কুনিয়া ইউনিয়নের ৮ গ্রামবাসী, শহরের বাগেরপাড়, চরমুগরিয়াসহ প্রায় ৪০ গ্রামের মানুষ গত ছয় দিন ধরে অদৃশ্য সাপ আংতঙ্কে আছে। সাপ আতংকের গুজব রয়েছে মাদারীপুরের প্রায় লক্ষাধিক মানুষ।

অপরদিকে সাপ আতঙ্ক থেকে পরিত্রাণ পেতে দুদিন আগে থেকেই এলাকায় মাইকিং করে আয়োজন করা হয় দোয়া মাহফিল। এ ছাড়াও মসজিদগুলো দোয়া মাহফিল ও মন্দিরগুলোতে পূজা-অর্চণাও করা হচ্ছে।

মাদারীপুর সিভিল সার্জন ডা. দিলীপ কুমার মন্ডল বলেন, মাদারীপুরের কোন হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে সাপে কামড়ের কোন রোগি চিকিৎসা নিতে আসেনি। মূলত গুজব থেকে গ্রামের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। হয়ত মশা কামড় দিলেও ভাবে সাপে কামড় দিয়েছে। আমরা ইতোমধ্যে সচেতনতামূলক কর্মকান্ড শুরু করেছি। এ বিষয় স্বাস্থ্য কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা বিভিন্ন গুজব প্রবণ এলাকায় গুজব নিরসনে কাজ করছে। তারা জনবহুল এলাকায় সচেতনতা মূলক কাজ ছাড়াও কোন গুজব ছড়াচ্ছে সে বিষয়ও তদন্ত করা হচ্ছে। এটা মূলত কুসংস্কার।

বিজ্ঞানে এধরণের কোন গুজবকে সমর্থন করে না। এই আতঙ্ক বন্ধের জন্য সকলকে সচেতনতা হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, যদি কাউকে সাপের কামড় দেয় তাহলে তাদের সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয়টি গণমানসিক রোগের মতো হয়ে গেছে।

(এএসএ/এএস/মে ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test