E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ফিস্টুলা বিষয়ক সভা অনুষ্ঠিত

২০১৫ মে ১৩ ১৯:৪৪:৫২
বাগেরহাটে ফিস্টুলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : মায়েদের প্রসবজনিত ফিস্টুলা (এক ধরনের রোগ) বিষয়ে বাগেরহাটে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে স্বাস্থ্য বিভাগের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে মীর জুলফিকার আলী লুলু অডিটোরিয়ামে বাগেরহাট স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ইউএনএফপিএ ও বিডবব্লুিউএইচসি এর আয়োজনে এই এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের সিভিল সার্জন মোঃ বাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো: শাহ আলম টুকু। সভায় বক্তব্য দেন জেলা পরিবার পরিল্পপনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: শাজাহান আলী, ডেপুটি সিভিল সার্জন ডা: রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান, অধ্যক্ষ এবিএম মোশাররফ হোসাইন, ডা: প্রদীপ কুমার বকসী প্রমূখ।

অবহেলিত হয়ে বেড়ে উঠা, অল্প বয়সে বিয়ে হওয়া, অল্প বয়সে গর্ভবতী ও ঝুঁকিযুক্ত গর্ভকাল, বিলম্বিত ও বাধাগ্রস্থ প্রসব এবং চরম ঝুঁকির মধ্যে সন্তান প্রসব- এসব কারনে মায়েদের প্রসবজনিত ফিস্টুলা রোগে মৃত্যুর ঝুঁকি বেশি বলে চিকিৎসকরা জানান।

এই কারণে মায়েদের প্রসবজনিত ফিস্টুলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিসহ নানাবিধ বিষয় এই গুরত্বপূর্ন আলোচনায় উঠে আসে।

(একে/পিএস/মে ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test