E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠির দরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার

২০১৫ মে ১৪ ১১:৫৫:৫৯
ঝালকাঠির দরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার তৃনমূল স্তরের অসহায় অতিদরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে ২০১৪-১৫ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে  আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় যে সব পরিবারের বসত বাড়ি করার মত জমি আছে কিন্তু বসত ঘর তৈরি করার মত আর্থিক অবস্থা নেই এবং যে সব পরিবার অন্যর বাড়িতে রাত কাটায় এমন ৩৩ টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।

প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তারা গৃহ নির্মাণ কাজ তত্বাবাধান করছেন। বর্তমান অর্থ বছরে পাইলট প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নে ৭৩ লাখ ১৫ হাজার ৯ শত টাকা ব্যয়ে ৩৩টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রথম বছর প্রতিটি ইউনিয়নে একটি পরিবারকে ১টি করে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি গৃহ নির্মাণে ২,২১,৬৯৪ টাকা বরাদ্দ করা হয়েছে। কোন কোন ইউনিয়নে গৃহ নির্মাণ শেষ হয়েছে এবং কোন কোন ইউনিয়নে গৃহ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। স্ব-স্ব উপজেলার নির্বাহী কর্মকার্তাদের তত্ত্বাবধানে ঘর নির্মানের নির্দেশনা দেয়া হয়েছে। গৃহ নির্মানের ক্ষেত্রে মধ্যে স্বত্বভোগী ঠিকাদার রাখা হয়নি। এই ধরনের উদ্যোগের সুবিধাভোগীরা সুন্দর ঘর পেয়ে বিস্মিত হয়েছে এবং সরকারি খরচে নিজের ঘরে থাকার স্বপ্ন কখনো দেখেনি বলে অভিমত প্রকাশ করে। ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের দক্ষিন পিপলিতা গ্রামের দিনমজুর কালু বাকলাই এর ঘর নির্মান তত্ত্বাবধান করতে যাওয়া ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ফেরদৌস জানান সরকার গরীব ও অসহায় মানুষের জন্য বিভিন্নমুখী উদ্যোগের মধ্যে এই প্রকল্প জন-গুরুত্বপূর্ন অগ্রাধিকার প্রকল্প এবং এই ধরনের প্রকল্প বাস্তবায়নে সরকার সাহসী পদক্ষেপ নিয়েছে। নির্মিত প্রতিটি ঘরের দৈঘ্য ২৪ফুট প্রস্থ ১২ফুট এবং উচ্চতা ৮ফুট। পাঁকা দেয়ালের উপরে লোহার এঙ্গেল দিয়ে তাঁর উপরে টিনের চাল দিয়ে আধা পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের সাথে আধা পাকা লেট্রিন ও একটি করে নলকূপ বসিয়ে দেয়া হচ্ছে। সুবিধাভোগী দিনমজুর কালু বাকলাই বলেন বসতঘর ভেঙ্গে যাওয়ার পর অর্থের অভাবে ঘর নির্মাণ করতে না পেরে ছেলে মেয়ে নিয়ে প্রতিবেশী পরিবারের বারন্দায় রাত কাটাতাম। এখন নতুন ঘরে উঠে সব কিছু স্বপ্নের মত লাগছে। ঝালকাঠি সদর উপজেলায় ১০টি ইউনিয়নের মধ্যে ১১ জন সুবিধাভোগীকে ১১টি গৃহ নির্মাণ করে দিচ্ছে।
(এএম/পিবি/মে ১৪,২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test