E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাবলিগ জামাতের দুই গ্রুপের হাতাহাতি, আহত ১০

২০১৪ মে ১৬ ০৮:৪৮:৩৩
তাবলিগ জামাতের দুই গ্রুপের হাতাহাতি, আহত ১০

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর উপশহর মারকাস মসজিদে তাবলিগ জামাতের দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকসহ ১০ জন আহত হয়েছেন। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ মহানগরীর বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার তাবলিগ জামাতের দায়িত্বশীল ওয়াসিকুল ইসলামের সমর্থক গ্রুপ ও রাবির মুসফিক আহমেদের গ্রুপ এ মসজিদে অবস্থান করছিলেন।

দ্বীনি ইসলামের বয়ানের পরপরই মুসফিক আহমেদের গ্রুপ ওয়াসিকুলের দুর্নীতি সম্বলিত লিফলেট ও বই বিতরণ করেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে রাবি শিক্ষক শরীফুল ইসলাম ও হুমায়ুন কবিরসহ ১০ জন আহত হন।

রাবি পপুলার সায়েন্সের শিক্ষক আমিনুর রহমান ও গণিতের শিক্ষক প্রফেসর লুৎফর রহমান দাবি করেন, ঢাকার দায়িত্বশীল ওয়াসিকুল ইসলাম একজন দুর্নীতিপরায়ণ লোক। তার বিরুদ্ধে ২০০ কোটি টাকার মামলা রয়েছে। তার ছেলে সব সময় মদ্যপ অবস্থায় থাকেন।

এসব খারাপ প্রকৃতির মানুষের পেছনে নামাজ কায়েম হবে না। তার দুর্নীতিসহ অপকর্মের দিকগুলো লিফলেট ও বইয়ে স্থান পায়। তার বিরুদ্ধে প্রতিবাদ করায় রাবি শিক্ষকদের লাঞ্ছিত করা হয়।

এদিকে, ওয়াসিকুল গ্রুপের কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

(ওএস/এইচআর/মে ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test