E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে নগর ভবনে ভাংচুরের মামলায়, গ্রেপ্তার ১

২০১৫ মে ১৪ ১৭:৩১:৪০
গাজীপুরে নগর ভবনে ভাংচুরের মামলায়, গ্রেপ্তার ১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে নগর ভবনে হামলা ও ভাংচুরের মামলায় ঠিকাদার জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শাজাহান সাজুকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। নগর ভবনে হামলা চালিয়ে ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় জয়দেবপুর থানার পুলিশ।

জয়দেবপুর থানার ওসি রেজাউল করিম জানান, দুই ঠিকাদারের দ্বন্দ্বে বুধবার দুপুরে নগর ভবনে হামলা ও কয়েকটি কক্ষে ভাংচুর করা হয়। এ ঘটনায় সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা নিজাম উদ্দিন বাদী হয়ে বুধবার রাতে তিনজনকে আসামি মামলা দায়ের করেন। ওই মামলার আসামী শাজাহান সাজু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, দুই ঠিকাদারের দ্বন্দ্বে একে অপরের সাথে মারামারি এবং নগর ভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় সিটি কপোরেশনের সুনাম নষ্ট হয়েছে। এজন্যে দায়ী ব্যক্তি যেই হোক, আইনে আওতায় আনতে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ভবিষতে যাতে এধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ঠিকাদার শাহজাহান মিয়া ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ঠিকাদার কামরুজ্জামান রিপনের দ্বন্দ্বে উভয়ের মধ্যে মারামারি এবং গাজীপুর নগর ভবনে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় তত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদসহ কয়েকজন কর্মকর্তার অফিস ভাংচুর হয়। এ ঘটনায় ৩ কাউন্সিলরসহ আহত হন অন্তত: ১০জন। পাওনা টাকা এবং সিডিউল ক্রয় করা নিয়ে দ্বন্দ্ব এ হামলার ঘটনা ঘটে।

(এসএএস/এএস/মে ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test