E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪৪ বছর পর আলোকিত হলো কলাপাড়ার ছয়টি গ্রাম

২০১৫ মে ১৪ ১৭:৫৫:৪০
৪৪ বছর পর আলোকিত হলো কলাপাড়ার ছয়টি গ্রাম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : অবশেষে দীর্ঘ ৪৪ বছর পর আলোকিত হলো এক সময়ে রাখাইন অধ্যুষিত হিসেবে পরিচিত পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের ছয়টি গ্রাম।

বুধবার রাতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান বালিয়াতলী, হাড়িপাড়া, বলিপাড়া, মিঠাগঞ্জ, ইটবাড়িয়া ও বাদুরতলী গ্রামে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্ধোধন করেন।

কলাপাড়া পল্লী বিদ্যুত অফিস সূত্রে জানা গেছে, এ ছয়টি গ্রামে মোট প্রথম দফায় ৪৪৫ জন গ্রাহক বিদ্যুত সংযোগ পাবেন। ইতিমধ্যে ২৫১ জনের সংযোগ চালু করা হয়েছে। এজন্য মোট সাত দশমিক ৯১ কিঃমিঃ বিদ্যুৎ লাইন টানা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৮৮ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা।

পল্লী বিদ্যুতের ডিজিএম মো. লিয়াকত আলীর সভাপতিত্বে নতুন বিদ্যুৎ লাইন উদ্ধোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ শহীদুল আলম, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, অধ্যাপক ইউসুফ আলী, আব্দুল মান্নান খান, মিয়া মো. চান, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন প্রমুখ।

নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে আনন্দিত গ্রামবাসীরা জানান, এই অজপাড়ার মানুষ যে কখনও বিদ্যুৎ ব্যবহার করবে তা কল্পনাও করেন নি। এজন্য তারা বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(এমকেআর/এএস/মে ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test