E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ৪১ হাজার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৭

২০১৫ মে ১৪ ২০:৫২:৪৫
গাজীপুরে ৪১ হাজার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৭

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকা থেকে ৪১ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৭ জনকে আটক করা হয়। আটকতৃরা তারা হচ্ছেন ওই এলাকার আকবর মিয়ার ছেলে সুরুজ মিয়া (৪১),  মোকছেদ আলীর ছেলে সানোয়ার হোসেন (৩৫), মফিজ উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৩৩), নগেন্দ্রের স্ত্রী সুমিত্রা (৫৫), নিতিশ বর্মনের স্ত্রী যমুনা (৩০), অতিশ বর্মনের স্ত্রী রাধা রাণী(৩০) ও যোগেশ বর্মণের স্ত্রী দ্রুবদী(২৮)।

বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পর সন্ধ্যায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ পিপিএম। ব্রিফিংয়ে তিনি বলেন, জয়দেবপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের অর্ধ শতাধিক সদস্য সারাবো এলাকায় ওই অভিযান চালায়। এসময় ১৫টি পরিবারের বাড়ির চারপাশ থেকে মাটির নীচে লুকিয়ে রাখা ৪১ হাজার চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার এবং ওই ৭ জনকে আটক করা হয়। তিনি আরো জানান, মাদক উদ্ধারে জেলায় বিশেষ অভিযান চলছে। যে কোন মূল্যে গাজীপুরকে মাদক মুক্ত করা হবে। জেলার কোন আবাসিক হোটেলেও অসামাজিক কার্যক্রম চলতে দেয়া হবে না বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৩ দিনে জেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৮৯ লিটার চোলাই মদ, ৬৫০ পিছ ইয়াবা ট্যাবলেট, ২০৯ ক্যান বিয়ার, ৪১ বোতল ফেনসিডিল, ১১ কেজি গাঁজা ও ১১২ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় ৭২ জনকে আটক করা হয়েছে।

(এসএএস/পি/মে ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test