E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার প্রতিবাদে মুক্তাগাছায় মানববন্ধন

২০১৫ মে ১৫ ১৮:২৪:৫৭
ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার প্রতিবাদে মুক্তাগাছায় মানববন্ধন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার বিকালে ময়মনসিংহ- উত্তরবঙ্গ সড়কের পাশে মুক্তাগাছা ডাকবাংলোর সামনে স্থানীয় বাসিন্দা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র- ছাত্রীদের উদ্যোগে মানববন্ধন শেষে র‌্যালি ও ইউএনওর মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয় ।

মানববন্ধনে বলা হয়, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় পর্বের ছাত্র এএসকে মোশাররফ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে । গ্রেফতারকারীদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবি করা হয় । মানবন্ধনে যোগদেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ । বক্তব্য রাখেন, ঢাকাস্থ মুক্তাগাছা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম ,ডা. রঞ্জন কৈরি, তুষার আহমেদ, রাকিব হাসান, সাদ্দাম হোসেন,মোশাররফের শ্রেনী শিক্ষক ওয়ালিওল্লাহ মাসুদ প্রমুখ ।

উল্লেখ্য গত ১৩মে বুধবার মোশাররফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিপক্ষের আঘাতে আহত হয়ে ঢাকার সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ।

(এমডি/এএস/মে ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test