E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উজিরপুরে সরকারি গাছ লুটের অভিযোগ

২০১৫ মে ১৬ ১৬:০৪:৫৫
উজিরপুরে সরকারি গাছ লুটের অভিযোগ

বরিশাল প্রতিনিধি : বন কর্মকর্তাদের উদাসিনতার কারণে জেলার উজিরপুরের সাতলা এলাকার সরকারি গাছ লুটের মহোসৎব চলছে। স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তিরা প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে সংশ্লিষ্ঠ কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে সরকারি গাছ কেটে লুটপাট করে নেয়ার ফলে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পূর্বে সাতলা-রাজাপুরের প্রায় ৭ কিলোমিটারের বেরী বাধের রাস্তার দু’পাশে বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতের গাছ রোপন করা হয়। ওই গাছগুলো রক্ষনাবেক্ষনের জন্য বন বিভাগের পাশাপাশি সুফলভোগী সমিতিও করা হয়। স্থানীয়রা অভিযোগ করেন, এলাকার প্রভাবশালীরা গত কয়েকদিন থেকে প্রকাশ্যে সরকারি গাছ কেটে লুটপাট করে নিয়ে যায়। সর্বশেষ গত ১২ মে দক্ষিণ সাতলা বাংলা হোপ স্কুলের পাশ থেকে প্রভাবশালী সৌমেন বিশ্বাসের ছেলে যোসেফ বিশ্বাস, সুবল মন্ডলের ছেলে আব্রাহাম, পল মন্ডলের ছেলে নেলসন, বাবুল বিশ্বাস, ডেভিডসহ ১০/১৫ জনে বিভিন্ন প্রজাতের আটটি মূল্যবান গাছ কেটে লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় দু’লাখ টাকা।
গাছ লুটের সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সোহাগ মোল্লা বলেন, খবর পেয়ে আমিসহ বন সমিতির সাধারণ সম্পাদক ফারুক বিশ্বাস, কেয়ারটেকার এসাহাক বালী, হালিম বিশ্বাস, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, থানার এস.আই হেমায়েত উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত গাছগুলো একত্রিত করার নির্দেশ দিয়েছি। এবং বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। উপজেলা বন কর্মকর্তা সেলিম আহম্মেদ বলেন, আমাদের জনবল কম থাকায় গাছগুলো এলাকার সমিতির সুফলভোগীদেরই দেখাশুনা করার কথা। গাছ লুটের ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

(টিবি/পিবি/মে ১৬,২০১৫)





পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test