E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানের ব্যবসায়ীসহ অপহৃত ৫

২০১৫ মে ১৬ ১৬:৫৬:১৮
বান্দরবানের ব্যবসায়ীসহ অপহৃত ৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের শাহ সুজা রোর্ডের ফকিরাখোলা এলাকা থেকে আজ সকালে মুখোশপরা অস্ত্রধারী সন্ত্রাসীরা ১ ব্যবসায়ীসহ ৫ জনকে অপহরণ করেছে। অপহৃতদের মুক্তিপন বাবদ ৯ লক্ষ টাকা দাবি করেছে বলে জানাগেছে। অপহরণের পর অপহৃতদের উদ্ধারে লামা থানা পুলিশ ও চকোরিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।

অপহৃতরা হলেন, ব্যবসায়ী মোঃ নাছির উদ্দিন (৩০) তার গাড়ীর ড্রাইভার মোঃ ইব্রাহিম (২৩), শ্রমিক মং প্রু মারমা (২৭) মং ছাই মারমা (১৯) ও মোঃ রুবেল (২৭)। ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে লামা উপজেলার ফাসিয়াখালী ও চকোরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সীমান্ত সড়ক শাহ সুজা রোর্ডের ফকিরাখোলা এলাকা মুখোশপরা অস্ত্রধারী সন্ত্রাসীর একটি দল অস্ত্রের মুখে ৫ জনকে অপহরণ করে নিয়ে যায়। অপহরনের পর দুপুরে অপহৃতদের আত্মিয় স্বজনের কাছে মুক্তিপন বাবদ ৯ লক্ষ টাকা দাবী করেছে সন্ত্রাসীরা। চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার আরো জানান, গত ৩ বছরে তার ইউনিয়নে ২০ জনের অধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সরকারের পক্ষ থেকে সন্ত্রাসীদের দমনে কোন ধরনের পদক্ষেপ না নেয়ায় এই অপহরনের ঘটনা বার বার ঘটছে। এ বিষয়ে তিনি র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন।
এদিকে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, অপহরনের ঘটনাস্থল ২ ইউনিয়নের মাঝখানে। তাই লামা থানা ও চকোরিয়া থানার ২টি ইউনিট অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ আশাবাদী।
(এফবি/পিবি/মে ১৬,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test