E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উজিরপুরে বরযাত্রীদের ওপর হামলা, আহত ২০

২০১৫ মে ১৭ ১৬:০২:২০
উজিরপুরে বরযাত্রীদের ওপর হামলা, আহত ২০

বরিশাল প্রতিনিধি : জেলার উজিরপুর উপজেলার হারতা গ্রামের বরযাত্রীদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ২০জনকে আহত করেছে পাশ্ববর্তী স্বরূপকাঠীর নেছারাবাদ নাপিতখালি গ্রামের বখাটে যুবকেরা। গুরুতর আহতদের শনিবার রাতে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত সূত্রে জানা গেছে, হারতা গ্রামের উপেন হালদারের ছেলে শ্যামল হালদারের সাথে পাশ্ববর্তী নাপিতখালি গ্রামের প্রফুল্ল মন্ডলের মেয়ে সনজিতা মন্ডলের বিয়ের দিন ঠিক হয় শনিবার রাতে। সে অনুযায়ী ৩০ জন বরযাত্রী নিয়ে বর পক্ষ রাত আটটার দিকে কনের বাড়িতে পৌঁছেন। জলখাবার শেষে বর পক্ষের এক যুবক মেয়েদের নিয়ে কনের বাড়ির পাশ্ববর্তী দোকানের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে ওই গ্রামের মনোরঞ্জনের বখাটে ছেলে পলাশ ও তার সহযোগী শিমুল মেয়েদের উত্যক্ত করে। এনিয়ে ওই যুবকের সাথে বখাটেদের বাকবিতন্ডা হয়।
এ ঘটনার জেরধরে বর ও কনের বিয়ে চলাকালীন সময় রাত সাড়ে বারোটার দিকে বখাটে পলাশ ও শিমুলের নেতৃত্বে তাদের ১০/১৫জন সহযোগীরা কনের বাড়িতে উপস্থিত হয়ে বর পক্ষের লোকজনদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে বরপক্ষের বিউটি হালদার, বিজয় সরকার, বিপুল হালদার, হরিদাস হালদার, দিবস হালদার, বিপুল, হিমাংশু হালদার, বিপ্লব বড়াল, কিরন সরকার, মনমথ হালদার, কনের বোনজামাতা পংকজসহ কমপক্ষে ২০জন আহত হয়। গুরুতর আহত ৫ জনকে ওই রাতেই উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিউটি ও বিপুল জানান, হামলাকারীরা তাদের মারধর করে ব্যবহৃত স্বর্ণালংকার, নগদ টাকা, ১৫টি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে। তারা আরও বলেন, হামলাকারীরা বর ও কনেকে জোর করে লঞ্চে তুলে দিয়ে আমাদের তাড়িয়ে দিয়েছে। স্থানীয় শিক্ষক জীবন হালদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রথম ঘটনাটি তাৎক্ষনিক ভাবে উভয়ের মধ্যে মিমাংসা করে দেয়া হয়েছিলো। তার পরেও পলাশ ও শিমুলের হামলার ঘটনাটি সত্যি অমানবিক। কনের বোন জামাতা পংকজ মন্ডল বলেন, বখাটেদের হামলার ঘটনায় রোববার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

(টিবি/পিবি/মে ১৭,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test