E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটালীপাড়ায় জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক

২০১৫ মে ১৮ ১৪:০৬:১৫
কোটালীপাড়ায় জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা প্রকল্পের আয়োজনে ‘তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন’ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার কয়খা গ্রামের দেলোয়ার মোল্লার বাড়ী এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

শিক্ষা, চিকিৎসা,কৃষি , বাল্যবিবাহ, যৌতুক,পারিবারিক সহিংসতা প্রতিরোধে গ্রামীণ মহিলারা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সেবা পেতে পারেন সে বিষয়ে আলোচনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মিনা পারভীন। এ ছাড়াও উঠান বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল,উপজেলা কৃষি অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগ্চী ও তথ্য আপা প্রকল্পের তথ্য আপা সোনিয়া আক্তার আলোচনা করেন।
(এমএইচএম/পিবি/মে ১৮,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test